For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

NTPC-কে বিদেশ থেকে কয়লা এনে দেওয়ার বরাত পেল আদানি গ্রুপ

NTPC-কে বিদেশ থেকে কয়লা এনে দেওয়ার বরাত পেল আদানি গ্রুপ

  • |
Google Oneindia Bengali News

গতবছরের মতো শক্তি সমস্যায় ভুগতে চায় না ভারত। এই কারণেই বিদেশ থেকে কয়লা আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এবার ভারতের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদনকারীদের জন্য বিদেশ থেকে কয়লা আনার বরাত পেল আদানি এন্টারপ্রাইজ।

NTPC-কে বিদেশ থেকে কয়লা এনে দেওয়ার বরাত পেল আদানি গ্রুপ

ভারতের আমদানি করা কয়লার সবচেয়ে বড় কারবারি আদানি৷ তারা রাজ্য চালিত এনটিপিসিকে এক মিলিয়ন টন কয়লা সরবরাহ করবে বলে জানা গিয়েছে। অক্টোবর মাসে দু'বছর ধরে কয়লা আমদানির জন্য প্রথম দরপত্র জারি করেছিল আদানি গ্রুপ৷ সূত্রের খবর এই বিষয়ে কোনও নাম প্রকাশ না করার অনুরোধ করেছে সংস্থাটি৷

সূত্রের খবর রাষ্ট্রীয় মালিকানাধীন দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেডও তাদের পাওয়ার প্ল্যান্টগুলিতে একই পরিমাণে কয়লা সরবরাহের জন্য আদানির একটি প্রস্তাব যাচাই করে দেখছে। তবে আদানি, এনটিপিসি কিংবা ডিভিসি কোন সংস্থায় এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি! ২০২১ সালের দ্বিতীয়ার্ধে কয়লা সরবরাহে বিঘ্ন এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে দেশে বিদ্যুৎ ঘাটতি হওয়ার পরে ভারতীয় বিদ্যুৎ উৎপাদনকারীরা কয়লার মজুদ বাড়ানোর জন্য চাপের মধ্যে রয়েছে৷ যার ফলে কিছু প্রদেশে এখনও বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় বিদ্যুৎ নির্ভর শিল্পগুলির ক্ষেত্রে।

জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও বিদেশ থেকে কয়লা কেনার সিদ্ধান্ত নিতে হয়েছে। ভারতের বিদ্যুত উৎপাদনের প্রায় 70% আসে কয়লা জ্বালানি থেকে৷ এবং আগামী কয়েক বছরে খরচ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারেরর জন্য উৎসাহ দিচ্ছেন। অন্যদিকে আদানি গত মাসে অস্ট্রেলিয়ায় তার বিতর্কিত কারমাইকেল কয়লা খনি থেকে প্রথম রপ্তানি কার্গো পাঠানো শুরু করেছে। চালানটি ভারতে আসছে।

English summary
India does not want to suffer from energy problems like last year. That is why the central government has decided to import coal. This time, Adani Enterprise was commissioned to import coal from abroad for India's largest power producers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X