For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী কারণে 'ফ্রি কাশ্মীর' পোস্টার প্রদর্শন করেছিলেন যুবতী?

Google Oneindia Bengali News

সোমবার জেএনইউয়ের হামলার প্রতিবাদে মুম্বইয়ের গেটওয়ে অই ইন্ডিয়াতে প্রতিবাদ দেখানো হয়। যেখানে এক প্রতিবাদী মহিলার হাত দেখা যায় '‌ফ্রি কাশ্মীর'‌ লেখা প্ল্যাকার্ড। যা নিয়ে হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এবার মেহাক প্রভু নামক সেই যুবতী তাঁর সেই প্ল্যাকার্ডের আসল কারণ খুলে বললেন।

কী কারণে ফ্রি কাশ্মীর পোস্টার প্রদর্শন করেছিলেন যুবতী?

এর আগে মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং ওই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হচ্ছে। এরপরই মেহক প্রভু নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে তাঁর সেই পোস্টারের সাহায্যে তিনি কী বোঝাতে চেয়েছিলেন। তিনি বলেন, 'কাশ্মীরে এতদিন ধরে মোবাইল পরিষেবা বিচ্ছিন্ন ও ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। সেখানে মানুষ বন্দিদের মত থাকছেন। আমি সেই বিষয়টিকে তুলে ধরতে এবং সেখানকার মানুষদের স্বাভাবিক ফিরিয়ে দেওয়ার দাবিতে এই প্ল্যাকার্ড প্রদর্শন করি। মানবাধিকার ফেরানোর দাবি করেই আমার এই পোস্টার'

রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছিল মুম্বইয়ে 'অকুপাই গেটওয়ে' আন্দোলন। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে গুন্ডাবাহিনীর তাণ্ডবের প্রতিবাদে এই আন্দোলনে সামিল হন বাণিজ্যনগরীর পড়ুয়ারা। সেখানেই এক মহিলার হাতে দেখা যায় ফ্রি কাশ্মীরের পোস্টার। তার বিরুদ্ধে তুমুল সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোস্টারের ছবি ও ভিডিয়ো পোস্ট করে ওই মহিলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা দাবি করেছে নেটিজেন। মুম্বই পুলিশের নজরে রয়েছে গোটা ঘটনাটি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে জিজ্ঞাসাবাদের জন্য ওই মহিলাকে খোঁজা হচ্ছে। এ ধরনের দেশদ্রোহী প্ল্যাকার্ড নেওয়ার জন্য ওই মহিলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই পোস্টার উপলব্ধ রয়েছে এমন ছবি ও ভিডিও খতিয়ে দেখছে পুলিশ।

English summary
accused girl reveals reason behind her free kashmir poster in front of gateway of india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X