For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের মাটিতে বীরত্বের স্মারক অভিনন্দন, দেশের মাটিতে পা রেখেই দিলেন প্রতিক্রিয়া

৬০ ঘণ্টার রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান হয়েছে শুক্রবার রাতে। দেশে ফিরেছেন বায়ুসেনার বীর কম্যান্ডার অভিনন্দন বর্তমান। তাঁকে নিয়ে গর্বিত দেশ। গর্বিত সেনা।

Google Oneindia Bengali News

৬০ ঘণ্টার রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান হয়েছে শুক্রবার রাতে। দেশে ফিরেছেন বায়ুসেনার বীর কম্যান্ডার অভিনন্দন বর্তমান। তাঁকে নিয়ে গর্বিত দেশ। গর্বিত সেনা। আর তিনি ভারতের মাটিতে পা দিয়েই দিয়েছেন ছোট্ট প্রতিক্রিয়া। স্বল্প কথায় বুঝিয়ে দিয়েছেন ঘরের মাটিতে ফেরার আনন্দ। তাঁর চোখে-মুখে ফুটে উঠেছে পরিতৃপ্তির হাসি।

পাকিস্তানের মাটি থেকে ফিরে অভিনন্দনের প্রথম প্রতিক্রিয়া

ভারত চেয়েছিল, বীর কম্যান্ডারকে পেরানো হোক আকাশ পথে। কিন্তু রাজি হয়নি পাকিস্তান। সড়ক পথের ধকল সামলে দেশে ফিরতে নির্ধারিত সময়ের থেকেও পাঁচ ঘণ্টা বেশি কেটে যায়। এই অবস্থায় রাত ৯টা ২১ মিনিটে তিনি প্রবেশ করেন ভারতের ভু-খণ্ডে। তখন ক্লান্ত-পরিসন্ন অভিনন্দন। তবু তাঁর চোখে-মুখে তখন তৃপ্তির হাসি।

বাড়িতে ফেরার আনন্দই যে আলাদা। ইমরানের দেশে তিনি কেমন ছিলেন আড়াই দিন। সেটা জানার জন্য মুখিয়ে ছিলেন আপামর ভারতবাসী। কিন্তু তিনি প্রকাশ্যে কিছুই বলেননি। আসমুদ্র গহিমাচল জানতে চাইছিল সেই কথা। তিনি শুধু বলেছেন, নিজের দেশে ফিরতে পেরে খুব ভালো লাগছে। দারুন লাগছে, ঘরের ফেরার যে এত আনন্দ, তা আগে বুঝতে পারেননি তিনি।

শুধু তিনি খুশি নন, খুশি বায়ুসেনা, খুশি দেশবাসী। তাই তো শুক্রবার সকাল থেকেই অভিনন্দনের বন্যা বয়েছে টুইটে। শনিবারও সেই রেশ চলছে। গোটা বিশ্ব তাঁকে কুর্নিশ জানিয়েছে। কুর্নিশ জানিয়েছে তাঁর দেশপ্রেমকে। শুক্রবার এয়ার মার্শাল আরজিকে কাপুর জানান, আড়াই দিন বিশাল চাপের মধ্যে ছিলেন অভিনন্দন।

প্রসঙ্গত উল্লেখ্য, পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর জয়েশ-ই-মহম্মদকে উচিত শিক্ষা দিতে ভারত সার্জিক্যাসল স্ট্রাইক করে। তারপর পাকিস্তান পাল্টা দেওয়ার চেষ্টা করলে, ভারতের বীর সেনানি তা প্রতিহত করে। একাধিক পাক যুদ্ধবিমান ভারতের আকাশে ছুকে পড়ার চেষ্টা করল ভারতীয় বায়ুসেনা তাড়া করে তাদের। সেই সময়ই অভিনন্দন পাকিস্তানের আকাস সীমায় ঢুকে পড়ে। পাকিস্তানের তিন বিমান অভিনন্দনের বিমানকে গুলি করে নামায়। তারপরই বীর সেনার গল্পগাথা রচিত হয় অমর অক্ষরে।

English summary
Wing commander Abhinandan Bartaman gives first reaction returning home from Pakistan. He returns India from Wagha border on 9.21 PM at Wednesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X