For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে যোগ দিলেন আরও এক বিধায়ক, লোকসভা ভোটের মুখে শাসকদলে জোর ধাক্কা

রাজধানীতে লোকসভা ভোটের ঠিক মুখে দিল্লিশ শাসকদলকে ধাক্কা দিল বিজেপি। আম আদমী পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিধায়ক অনিলস বাজপেয়ী।

Google Oneindia Bengali News

রাজধানীতে লোকসভা ভোটের ঠিক মুখে দিল্লিশ শাসকদলকে ধাক্কা দিল বিজেপি। আম আদমী পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিধায়ক অনিলস বাজপেয়ী। গান্ধী নগরের বিধায়ক আম আদমি পার্টির সাধারণ সম্পাদক পদে ছিলেন। ভোটের মুখে অনিল বাজপেয়ীর আমচকা দলত্যাগে আম আদমি পার্টি বিপাকে পড়ে গেল।

আপ বিধায়ক বিজেপিতে

আপ বিধায়ক বিজেপিতে

শুক্রবার তিনি ঘটা করে বিজেপিতে যোগ দিলেন। দু'মাসের মধ্যে অনিল বাজপেয়ী দ্বিতীয় বিধায়ক হিসেবে যোগ দিলেন বিজেপিতে। দিল্লি বিজেপির ভাইস প্রেসিডেন্ট শ্যাম জাজু, কেন্দ্রীয়মন্ত্রী বিজয় গোয়েলের উপস্থিতিতে বাজপেয়ী যোগ দেন বিজেপিতে।

ঘোড়া কেনাবেচার তত্ত্ব জোরদার

ঘোড়া কেনাবেচার তত্ত্ব জোরদার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং অন্যান্য আপ নেতারা বিজেপির বিরিদ্ধে ঘোড়া-কেনাবেচার অভিযোগ করেন কয়েকদিন আগেই। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার অভিযোগ, ৭০ কোটি টাকার অফার দেওয়া হয়েছিল তাঁদের সাতজন বিধায়ককে। যদিও এই অভিযোগ অস্বীকার করেন বিজেপি নেতারা।

বিজেপিতে যোগ দিয়ে বাজপেয়ী

বিজেপিতে যোগ দিয়ে বাজপেয়ী

এদিন বিজেপিতে যোগদানের পর অনিল বাজপেয়ী বলেন, "আমি অনেক বছর ধরে আম আদমি পার্টিতে কাজ করছি। এই পার্টিতে শ্রদ্ধার অভাব রয়েছে, তার উপর পার্টি নেতাদের অদ্ভুত কর্মকাণ্ডের কারণে আমি অপমাণিত বোধ করছিলাম। তাই সেই দলের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে বিজেপিতে যোগ দিলাম।

আপের অভিযোগ, খণ্ডন বিজেপির

আপের অভিযোগ, খণ্ডন বিজেপির

আপ নেতা গোপাল রাই বলেন, বিজেপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসতে চাইছে। তাই এই উপায় অবলম্বন করেছে। বাজপেয়ীজির চোখে-মুখে উদ্বিগ্নের ছাপ স্পষ্ট। এই দলবদলের ফলে ঘোড়া কেনাবেচার তত্ত্ব আরও জোরদার হয়েছে। যদিও বাজপেয়ী তা অস্বীকার করেছেন। উড়িয়ে দিয়েছেন ঘোড়া কেনাবেচার তত্ত্ব।

English summary
Aam Admi Party MLA joins in BJP before Lok Sabha Election 2019. Anil Bajpai leaves AAP after allegation of horse trading against BJP,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X