For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আজ ফির জিনে কা তমন্না হ্যায়', জানুন রিজার্ভ ব্যাঙ্কের গভনর কেন গাইলেন প্রয়াত লতা-র গান

'আজ ফির জিনে কা তমন্না হ্যায়', জানুন রিজার্ভ ব্যাঙ্কের গভনর কেন গাইলেন প্রয়াত লতা-র গান

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন 'ভারতের নাইটিঙ্গেল' লতা মঙ্গেশকর। তাঁর গান সারা ভারতে সঙ্গীতপ্রেমীদের মুখে মুখে ফেরে৷ কিন্তু এবার তা শোনা গেল খোদ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের মুখে৷ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস লতার গাওয়া 'আজ ফির জিনে কা তম্মনা' হ্যায় গুনগুনিয়ে উঠলেন। কিন্তু কেন? সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেছেন যে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কটি অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারে চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য মূল ঋণের সুদের হারে অপরিবর্তিত রেখেছে।

আজ ফির জিনে কা তমন্না হ্যায়, জানুন রিজার্ভ ব্যাঙ্কের গভনর কেন গাইলেন প্রয়াত লতা-র গান

রেপো রেট ৪ শতাংশে অপরিবর্তিত রয়েছে৷ রিভার্স রেপো রেট টানা দশম বার ৩.৩৫ শতাংশেই স্থির রাখা হয়েছে৷ করোনার প্রথম তরঙ্গ আটকাতে লকডাউন এবং তারপর আরও দুটি কোভিড ওয়েভের কারণে জর্জরিত দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে আরবিআই ২০২০ সালের মে মাসে সর্বশেষ সুদের হার পরিবর্তন করেছে। এই সিদ্ধান্তের বিষয়ে ঘোষণা করার সময় আরবিআই গভর্নর উল্লেখ করেছেন যে কীভাবে করোনা মহামারী গত দু'বছরে বিশ্বকে বদলে দিয়েছে। তিনি বলেছেন, আমরা কোভিডের এর পরবর্তী স্ট্রেন সম্পর্কে নির্দিষ্ট কিছু না জানার জন্য এখনও অনিশ্চয়তার জগতে বাস করছি। কিন্তু করোনা আমাদের অনেক শিক্ষা দিয়েছে, বিশেষ করে কীভাবে মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তেও আশাবাদী থাকা যায়। এই কখনোই না মারা যায় এরকম আত্মবিশ্বাস এবং আশাবাদের কথা উল্লেখ করতে গিয়েই কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের গানের উদ্ধৃতি দিয়েছেন শক্তিকান্ত দাস।

৬ ফেব্রুয়ারির ৯২ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন লতা মঙ্গেশকর। ভারতরত্ন পুরস্কার প্রাপক বর্ষীয়ান সুর সাম্রাজ্ঞী চলতি বছরের জানুয়ারিতে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ সে সময় তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে৷ এরপর তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। শক্তিকান্ত বলেন, মহান লতা মঙ্গেশকর, যাঁকে আমরা সম্প্রতি হারিয়েছি, তাঁর অমর কণ্ঠে গেয়েছিলেন, 'আজ ফির জিনে কি তমন্না হ্যায়।' এই সুন্দর গানের পিছনের চেতনার সঙ্গে তিনি আশার একটি চিরন্তন বার্তা দিয়েছেন৷ দাস আরও বলেন, ভাইরাসকে সঙ্গে বেঁচে থাকার শেষ দু'বছর যদি আমাদের কিছু শিখিয়ে থাকে, তা হল নম্র থাকা, কিন্তু আত্মবিশ্বাসের উপর ভিত্তি করে লড়াই চালিয়ে যাওয়া৷ কখনও আত্মবিশ্বাস এবং আশা ছাড়বেন না৷

English summary
RBI Governor Saktikant Das express his positive thought about country's economy with the help of late Lata Mangeshkar's song
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X