For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে ভারতের জিডিপির পারাপতন হতে পারে প্রায় ৪%, বলছে গবেষণা

লকডাউনে ভারতের জিডিপির পারাপতন হতে পারে প্রায় ৪%, বলছে গবেষণা

  • |
Google Oneindia Bengali News

দেশজোড়া লকডাউনের জেরে ভারতীয় অর্থনীতিতে পাকাপাকিভাবে ৪% জিডিপি হ্রাস হতে চলেছে। বৃহস্পতিবার এমনটাই জানাল ক্রিসিলের গবেষণা। ওই রিপোর্টে জানা গেছে, ভারতীয় অর্থনীতির বেশ কয়েকটি ক্ষেত্রে অপূরণীয় ক্ষতির কারণেই এই পারাপতন হবে।

ক্রিসিলের গবেষণায় আশঙ্কাজনক তথ্য

ক্রিসিলের গবেষণায় আশঙ্কাজনক তথ্য

ক্রিসিলের গবেষণার অধিকর্তা ডিকে জোশির মতে, ২০২০-২১ অর্থবর্ষে জিডিপির কণা মাত্রও বৃদ্ধি হবে না। তিনি আরও জানিয়েছেন, ২০০৮-এর অর্থনৈতিক মন্দার মত এবারেও এই ধাক্কা সামলাতে সময় লাগবে প্রায় আগামী ৩ বছর। ক্রিসিলের মতে, জিডিপি ৮.৫% থাকলে ২০২৪-এ এই ফাঁড়া কাটানো সম্ভব যা ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে দুঃসাধ্য।

সরকারি পদক্ষেপের উপর নির্ভর করছে আগামীর অর্থনীতি

সরকারি পদক্ষেপের উপর নির্ভর করছে আগামীর অর্থনীতি

ক্রিসিলের ওই রিপোর্ট অনুযায়ী, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে সরকারি খাতে প্রায় ৩.৫ লক্ষ কোটি টাকার দরকার এবং এর জন্য অর্থবর্ষের নিয়মবিধিকে প্রয়োজন মতো অদলবদল করতে হবে। ক্রিসিলের সোমবারের রিপোর্ট অনুযায়ী, জিডিপি নামতে পারে ১.৭৮%-এ। প্রায় ১০ লক্ষ কোটি টাকার ঘাটতির জন্যে ক্রিসিল আঙ্গুল তুলেছে সরকারি পদক্ষেপের বাস্তবায়নের বিলম্বের দিকে। অন্য একটি বেসরকারি ভারতীয় অর্থনৈতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী, জিডিপি নামবে ১.৯%-এ যা ২৯ বছরের সর্বনিম্ন।

ক্রিসিলের মতে দরকার কড়া সরকারি পদক্ষেপ

ক্রিসিলের মতে দরকার কড়া সরকারি পদক্ষেপ

এর পূর্বে ক্রিসিলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ভারতের জিডিপি ৬% থেকে কমে হয় ৩.৫%। ক্রিসিলের সোমবারের রিপোর্ট অনুযায়ী, ১.৮% জিডিপির জন্যে দায়ী সঠিক সরকারি পদক্ষেপের অভাব। বর্তমানে ভারতবর্ষে কর্মচারীদের মাথাপিছু প্রায় ৭০০০ টাকার ঘাটতি হয়েছে। ফলত চিন্তার ভাঁজ চওড়া হয়েছে ভারতীয় অর্থনীতিবিদদের কপালে।

English summary
a study says indias gdp could fall by about 4 percent in the lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X