For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হরিয়ানার পর রাঁচি, গাড়ি চাপা দিয়ে আরও এক পুলিশ অফিসার খুন! চাঞ্চল্য

হরিয়ানার পর রাঁচি, গাড়ি চাপা দিয়ে আরও এক পুলিশ অফিসার খুন! চাঞ্চল্য

Google Oneindia Bengali News

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের এক পুলিশ অফিসারকে গাড়ির চাকায় পিষ্ট করে হত্যা করা হল। হরিয়ানার পর এবার ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাঁচিতে গাড়ি চেকিংয়ের সময় মহিলা এসআইকে গাড়ি চাপা দিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। মঙ্গলবার গভীর রাতে মহিলা এসআই সন্ধ্যা টপনোর দেহ উদ্ধার হয়।

হরিয়ানার পর রাঁচি, গাড়ি চাপা দিয়ে আরও এক পুলিশ অফিসার খুন! চাঞ্চল্য

মঙ্গলবার রাতে রাঁচি পুলিশের ওই এসআই পেট্রলিংয়ের দায়িত্বে ছিলেন। গাড়ি তেক করার সময় মহিলা সাব ইন্সপেক্টরকে একটি গাড়ি চাপা দিয়ে দেয়। স্বপ্না টপনোকে টুপুদানা ওপির ইনচার্জ হিসেবে নিয়োগ করা হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এসএসপি রাঁচি বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে গাড়িটিকে।

বুধবার সকালে রাঁচির সিনিয়র পুলিশ অফিসার কৌশল কিশোর জানান, একটি গাড়ি গবাদি পশু নিয়ে যাচ্ছিল। এসআই স্বপ্না টপনো সেই গাড়িটিকে থামানোর চেষ্টা করেন। তখনই ইচ্ছাকৃতভাবে ওই পুলিশ অফিসারকে চাপা দিয়ে দেয় গাড়িটি। তারপর ওই গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। কিন্তু পুলিশ তা আটকে দেয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আরও তদন্ত চলছে। জানার চেষ্টা চলচে এর মধ্যে কোনও পূর্ব পরিকল্পনা ছিল কি না, নাকি নেহাতই জরিমানা দেওয়ার ভয়ে এই ঘটনা ঘটিয়েছে চালক।

সোমবার রাতে খনি মাফিয়াদের হাতে নৃশংসভাবে খুন হন হরিয়ানার ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিক। হরিয়ানার নুহের পাঁচগাঁওয়ের কাছে খনি মাফিয়ারা ডাম্পার চাপা ওই পুলিশ অফিসারকে খুন করেন। অভিযোগ, বেআইনি খনন বন্ধের জন্য ঘটনাস্থল পরিদর্শন করছিলেন অফিসার, তখনই তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়।

হরিয়ানা পুলিশ জানিয়েছে, নিহত ডিএসপি মর্যাদার পুলিশ অফিসারের নাম সুরেন্দ্র সিং বিষ্ণোই। তাঁর দেহ ঘটনাস্থলে একটি খালি ডাম্পারের মধ্যে পাওয়া যায়। কারা এই ঘটনায় জড়িত তাঁদের চিহ্নিত করতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। বেআইনি খনন বন্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ডিএসপি সুরেন্দ্র সিং। তিনি একপ্রকার টার্গেট হয়ে গিয়েছিলেন। তাঁকে খুন করতে রীতিমতো পরিকল্পনা করা হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারী অফিসাররা।

হরিয়ানার মেওয়াতের তাওয়াদুরের ডিএসপি সুরেন্দ্র সিং খবর পান নুহে বেআইনি খনি থেকে পাথর ট্রাকে তোলা হচ্ছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের দিকে রওনা দেন তিনি। তিনি এলাকায় পৌঁছতেই তাঁকে ঘিরে ফেলেন খনি মাফিয়ারা। তারপর ডিএসপিকে ডাম্পারের তলায় ফেলে পিষে দেওয়া হয়। তারপর নৃশংসভাবে ডিএসপির উপর দিয়ে চালিয়ে দেওয়া হয় পাথরভর্তি ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

English summary
A police officer of SI rank was killed by Truck driver in Ranchi of Jharkhand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X