For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গোলি মার ভেজে মে', গান গেয়ে নিজেকে গুলি করে খতম যুবক

  • |
Google Oneindia Bengali News

ভোপাল, ২৫ ডিসেম্বর : সিনেমার পর্দায় যা ঘটে তার কিছু কিছু বাস্তবের মাটিতেও ঘটে যায়। ঠিক যেমন ঘটল মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায়। গান গাইতে গাইতে নিজেকে গুলি করে খতম করল এর যুবক। [খুনের জন্য ব্যবহৃত ১০টি উদ্ভট অস্ত্র!]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বীনেন্দ্র শর্মা (২৬)। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা 'সত্য' সিনেমার গান 'গোলি মার ভেজে মে' গাইতে গাইতে নিজের বাড়িতেই নিজেকে গুলি করে শেষ করেছে সে।

'গোলি মার ভেজে মে', গান গেয়ে নিজেকে গুলি করে খতম যুবক

যদিও এটি খুন না আত্মহত্যা সেটা এখনও তদন্ত করে দেখছে পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছেন, বুধবার রাতে তারা শুনেছেন গুলি চলার মিনিটখানেক আগেও নিজের ঘরের ভিতরে গান গেয়েছেন বীনেন্দ্র। পরে রাত ২টোর সময়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পুলিশের মতে, ঘরে একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে। বীনেন্দ্র ঘরেই কোথাও বন্দুক লুকিয়ে রেখেছিল। তবে সে নিজেকে মারতে চেয়েছিল নাকি ভুলবশতঃ গুলি চলে গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। এমনকী খুনের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি পুলিশ।

আরও জানা গিয়েছে, এই বীনেন্দ্রর নামে পুলিশের খাতায় একাধিক সমাজবিরোধী কাজের অভিযোগ রয়েছে। নিজের স্ত্রী ও একমাসের সন্তানকে নিয়ে সে একটি দোতলা বাড়িতে থাকত। আপাতত গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

এমন আরও খবর পড়ুন এখানে :

ছেলেকে পিটিয়ে মারল মা, কিন্তু কেন? সামনে এল হাড় হিম করা তথ্যছেলেকে পিটিয়ে মারল মা, কিন্তু কেন? সামনে এল হাড় হিম করা তথ্য

মেয়েকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা বাবারমেয়েকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা বাবার

বিয়ের আসরেই মাতাল অতিথিদের হাতে খুন পাত্রের বাবাবিয়ের আসরেই মাতাল অতিথিদের হাতে খুন পাত্রের বাবা

অক্ষয় কুমারের ছবিতে অনুপ্রাণিত হয়ে খুন করে গ্রেফতার কিশোরঅক্ষয় কুমারের ছবিতে অনুপ্রাণিত হয়ে খুন করে গ্রেফতার কিশোর

বাবা ও আট মাসের গর্ভবতী মাকে গুলি করল ৩ বছরের শিশুবাবা ও আট মাসের গর্ভবতী মাকে গুলি করল ৩ বছরের শিশু

English summary
A man shot himself while singing Bollywood song
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X