For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিইউতে গরু! ভাইরাল মধ্যপ্রদেশের একটি হাসপাতালের ভিডিও

একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশের হাসপাতালের আইসিইউতে গরু ঘুরে বেড়াচ্ছে,

Google Oneindia Bengali News

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, হাসপাতালের একটি আইসিইউ রুমে ঘুরে বেড়াচ্ছে গরু। সেখানে হাসপাতালের শয্যায় রোগীদের শুয়ে থাকতে দেখা গিয়েছে। জানা গিয়েছে মধ্যপ্রদেশের হাসপাতালের ভিডিও। ভিডিও ভাইরাল হতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে মধ্যপ্রদেশের স্বাস্থ্য পরিষেবা নিয়ে।

হাসপাতালের আইসিইউতে গরু

হাসপাতালের আইসিইউতে গরু

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মধ্যপ্রদেশের রাজগড় জেলার হাসপাতালে আইসিইউ কক্ষে একটি গরু ঘুরে বেড়াচ্ছে। সেখানে গুরুতর অসুস্থ রোগীকে শুয়ে থাকতে দেখা গিয়েছে। ভিডিও তে দেখা গিয়েছে, অবাধে গরুটি হাসপাতাল চত্বরের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। হাসপাতাল চত্বরে থাকা আবর্জনা থেকে চিকিৎসার বিভাগের বর্জ্য পদার্থ খাচ্ছে। এই ভিডিওটি ভাইরাল হতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। মধ্যপ্রদেশ সরকারের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, ঘটনার জেরে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। ইনচার্জ ও হাসাপাতালের গার্ডকে বরখাস্ত করা হয়েছে।

 তিন কর্মীকে বরখাস্ত

তিন কর্মীকে বরখাস্ত

হাসপাতাল চত্বরে দিনভর নিরাপত্তা রক্ষী থাকার পরেও কেন গরুটিকে বার করা গেল না, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজগড় হাসপাতালের শল্য চিকিৎসক রাজেন্দ্র কাটারিয়া সাংবাদিকদের বলেছেন, 'আমার কাছে খবর এসেছে হাসপাতালের পুরনো কোভিড ওয়ার্ডে অবাধে গরু ঘুরে বেড়াচ্ছে। আমরা অসতর্কতা ও দায়িত্বে অবহেলার জন্য দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ও গার্ডকে বরখাস্ত করেছি। এছাড়াও হাসপাতালের দায়িত্ব থাকা নিরাপত্তা সংস্থাকে ইতিমধ্যে একটি নোটিশ ধরানো হয়েছে।'

মধ্যপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রীর প্রতিক্রিয়া

মধ্যপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রীর প্রতিক্রিয়া

মধ্যপ্রদেশের জনস্বাস্থ্য ও পরিবার কল্যানমন্ত্রী প্রভুরাম চৌধুরী প্রাথমিকভাবে জানিয়েছেন, তিনি এই ধরনের কোনও ঘটনার খবর শোনেননি। কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার পর তিনজনকে চাকরিচ্যুত করা হয়েছে।

উত্তর প্রদেশের হাসপাতালের ভিডিও ভাইরাল

উত্তর প্রদেশের হাসপাতালের ভিডিও ভাইরাল

একই ধরনের ঘটনা উত্তর প্রদেশের একটি হাসপাতালে দেখা যায়। গত বছর উত্তর প্রদেশের মোরাদাবাদের জেলা হাসপাতালে একটি কুকুর ঢুকে পড়েছিল। সেই সময় নিরাপত্তা রক্ষী হাসপাতালে মোতায়েন ছিল। জানা গিয়েছে, হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা কুকুর ঢুকে পড়ার ঘটনায় সেভাবে পাত্তা দেয়নি। সোশ্যাল মিডিয়ায় উত্তর প্রদেশের মোরাদাবাদের জেলা হাসপাতালের একটি ছবি ভাইরাল হয়ে যায়। সেখানে রোগীদের জন্য রাখা হাসপাতালের শয্যায় কুকুরটিকে বসে থাকতে দেখা যায়। ঘটনার জেরে জোর বিতর্কের সৃষ্টি হয়। বৃহস্পতিবার উত্তর প্রদেশের কুশিনগর জেলা হাসপাতালের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে গুরুতর আহত অবস্থায় এক রোগীকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, একটি কুকুর রোগীর চারপাশে থাকা রক্ত চাটছে। ঘটনার জেরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। কর্তব্যের অবহেলার অভিযোগে হাসপাতালের ছয় কর্মীকে বরখাস্ত করা হয়।

English summary
A viral video shows that cow roams freely inside a hospital’s ICU room in Madhya Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X