For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইভিএম কারচুপির প্রতিবাদে ১৬,০০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রমের সিদ্ধান্ত উত্তরাখণ্ডের প্রৌঢ়ের

ইভিএম কারচুপির প্রতিবাদে ১৬,০০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রমের সিদ্ধান্ত উত্তরাখণ্ডের প্রৌঢ়ের

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর মিটেও যেন মিটছেনা রাজনৈতিক দ্বন্দ্ব। সরকার গঠন নিয়ে দীর্ঘ টালবাহানার পরে ভারতীয় জনতা পার্টির সঙ্গ ছেড়ে এনসিপির সঙ্গে জোট সরকার গঠন করেছে শিবসেনা। অন্যদিকে নির্বাচনের ফলাফলের পর ইতিমধ্যেই প্রশ্ন উঠছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের স্বচ্ছতা নিয়ে। এবার উত্তরাখন্ডের রুদ্রপুর শহরের ৪৭ বছরের ব্যবসায়ী ওঙ্কার সিং ডিলন পূর্ববর্তী নির্বাচন প্রক্রিয়া ব্যবহৃত ইভিএম গুলি "ত্রুটিপূর্ণ" ছিল বলে অভিযোগ করেন।

ইভিএম কারচুপির প্রতিবাদে ১৬,০০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রমের সিদ্ধান্ত উত্তরাখণ্ডের প্রৌঢ়ের


তিনি আরও অভিযোগ করেন " পূর্ববর্তী নির্বাচনে ব্যবহৃত ইভিএম গুলির ইনপুট এবং আউটপুট আলাদা আসত। এই বিষয়ে কেন্দ্রের বিজেপি সরকারের কোনো হেলদোল দেখা যায়নি ৷ ২০১৭ সালের নির্বাচন ছিল আশ্চর্যজনক ফলাফল লক্ষ্য করা যায়। পাশাপাশি ২০১৯ সালের নির্বাচনেও যে ইভিএম কারচুপি হয়েছিল ছিল তাও ভীষণভাবে স্পষ্ট।” এই ইভিএম গুলি বিজেপিকে ভোটে জিততে বিশেষ ভাবে সহায়তা করেছিল বলেও মনে করেন তিনি।

১৯ লক্ষ ইভিএম নিখোঁজ হওয়ার পরেও আরটিআই করা হলেও কোনোপ্রকার মুখ খুলতে দেখা যায়নি বিজেপিকে। অন্যদিকে, উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের পর উত্তরাখণ্ডের ফলাফলে এই বিষয়টি নিয়ে সন্দেহ আরও তীব্র হয় বলে জানান ওই ব্যক্তি।

ইভিএম বাতিলের দাবীতে " ফিরিয়ে আনো ব্যালট" এই স্লোগান তুলে প্রায় ১১০ দিন পায়ে হেঁটে ইতিমধ্যেই প্রায় ৬৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছেন ওঙ্কার সিং। সূত্রের খবর, উত্তর প্রদেশ, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র হয়ে তিনি ইতিমধ্যেই কর্ণাটকে পৌঁছেছেন এবং দিল্লির রাজ ঘাটে তাঁর যাত্রা শেষ করার পরিকল্পনা করেছেন।

যাত্রাপথে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় ইভিএমের অস্বচ্ছতা নিয়ে একাধিক লাইভ সেশন করেছেন তিনি। পাশাপাশি ইভিএম হ্যাক, ভোটে কারচুপী, ইভিএমের অপব্যবহার সংক্রান্ত এরকম একাধিক বিষয়ে বিশদে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি।

জনসাধারণের উদ্দেশ্যে ওঙ্কার সিং বলেন, " আমি জনসাধারণের কাছে ইভিএম ব্যবহারের বিরোধিতা করার আবেদন করছি। পাশাপাশি আমি এই আওয়াজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কান অবধিও পৌঁছে দিতে চাই, আশা করি আমার এই প্রচেষ্টা একদিন সফল হবেই।"

এনআরসি ইস্যুতে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক মুখ্যমন্ত্রী মমতারএনআরসি ইস্যুতে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক মুখ্যমন্ত্রী মমতার

English summary
A 47-year-old man marches 16000 kilometers by roads demanding the return of the ballot instead of the EVM ,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X