For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬০ সশস্ত্র জঙ্গি ভারতে ঢুকে পড়েছে ! আরও ৫০০ অধিক সীমান্তের ওপারে অপেক্ষায়

অন্তত ৬০ জন সশস্ত্র জঙ্গি ঢুকে পড়েছে দেশে। সতর্ক বার্তা দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলি। গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে, গত দু'মাসে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গিরা ভারতের সীমানায় ঢুকে পড়েছে।

  • |
Google Oneindia Bengali News

অন্তত ৬০ জন সশস্ত্র জঙ্গি ঢুকে পড়েছে ভারতে। এমনই সতর্ক বার্তা দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলি। গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে, গত দু'মাসে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গিরা ভারতের সীমানায় ঢুকে পড়েছে। চার থেকে পাঁচটি লঞ্চ প্যাড প্রস্তুত রাখা হয়েছে এজন্য। জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের পরই এই ধরনের ক্রিয়াকলাপ বেড়েছে।

৩৭০ ধারা বাতিলের পর...

৩৭০ ধারা বাতিলের পর...

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব আরও বেড়েছে। তার জেরে সন্ত্রাসবাদের আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাকে সত্যি করেই ভারতে জঙ্গি প্রবেশ করেছে বলে গোয়েন্দাদের অভিমত। গোয়েন্দারা উৎসবের মরসুমের শান্তি বজায় রাখতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে।

বড়সড় অনুপ্রবেশের চেষ্টা

বড়সড় অনুপ্রবেশের চেষ্টা

গোয়েন্দারা জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে পাকিস্তান থেকে একটি বড়সড় অনুপ্রবেশের চেষ্টা হতে পারে বলে তাঁদের কাছে খবর রয়েছে। তাই সদা সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে। ভারতীয় সেনাবাহিনীর তরফে আরও আশঙ্কারা বার্তা দেওয়া হয়েছে।

৫ শতাধিক সন্ত্রাসী অপেক্ষায়

৫ শতাধিক সন্ত্রাসী অপেক্ষায়

ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত জানান, ৫ শতাধিক সন্ত্রাসী সীমান্ত পেরিয়ে ভারতে ভূখণ্ডে প্রবেশের জন্য অপেক্ষা করছে। তাঁর কথায়, শীঘ্রই সন্ত্রাসীদের লঞ্চ প্যাড ব্যবহার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়বে। তুষারপাত শুরু হওয়ার আগেই তারা প্রবেশের চেষ্টা করবে বলে শঙ্কা।

বালাকোটে এয়ারস্ট্রাইকের পর থেকেই...

বালাকোটে এয়ারস্ট্রাইকের পর থেকেই...

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ফেব্রুয়ারিতে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক করেছিল। তারপর থেকেই সন্ত্রাসী ক্রিয়াকলাপ ছড়ানোর চেষ্টায় আছে পাকিস্তান। এরই মধ্যে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপে আরও দূরত্ব বেড়েছে ভারত-পাকিস্তানের।

English summary
60 terrorists have infiltrated in India cross the Line of Control. They are entered in India through international border in last two months.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X