For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চক্ষুশিবিরে অপারেশন করিয়ে দৃষ্টি হারালেন ৬০ জন

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কক
নয়াদিল্লি, ৫ ডিসেম্বর: কথায় বলে, সস্তার তিন অবস্থা! অবস্থা টের পেলেন ৬০ জন বৃদ্ধ-বৃদ্ধা। সস্তায় চোখ অপারেশন করিয়ে সবাই চিরস্থায়ীভাবে দৃষ্টি খোয়ালেন। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের গুরুদাসপুর জেলায়।

অল্প খরচে চোখ অপারেশনের ব্যবস্থা করেছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। গুরুদাসপুর জেলার ঘুমন গ্রামে তারা একটি ক্যাম্প শুরু করে। গুরুদাসপুর ও অমৃতসর থেকে ৬০ জন বৃদ্ধ-বৃদ্ধা সেখানে নাম লেখান। এঁদের সবার ছানির সমস্যা ছিল। ছানি কাটালে আবার পরিষ্কার দেখতে পাবেন, এ কথা জানান ক্যাম্পের ডাক্তাররা। কিন্তু অপারেশনের পর চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায়। অমৃতসরে চক্ষু বিশেষজ্ঞের কাছে যান ভুক্তভোগীরা। জানা যায়, সবাই চিরস্থায়ীভাবে দৃষ্টি হারিয়েছেন। দৃষ্টি ফিরে আসার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। চক্ষু চিকিৎসক করমজিৎ সিং বলেন, নোংরা যন্ত্রপাতি দিয়ে ভুল পদ্ধতিতে অপারেশন করা হয়েছে। তাই দৃষ্টি হারানোর পাশাপাশি চোখে সংক্রমণ ছড়িয়ে গিয়েছে। চোখে থাকা স্নায়ুগুলি (অপটিক নার্ভ) পুরোপুরি অকেজো হয়ে গিয়েছে। ফলত আর কিছু করার নেই।

এর পর ওই ৬০ পুলিশের দ্বারস্থ হন। সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার কর্তাব্যক্তি ও অভিযুক্ত ডাক্তাররা চম্পট দিয়েছে বলে খবর। তাদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।

English summary
60 people lost their vision after eye surgery in Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X