For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গতি পেল বিচারব্যবস্থা, এই রাজ্যগুলিতে পড়ে নেই কোনও পুরনো মামলা

৪টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের আদালতগুলি দশ বছর বা তারও পুরনো মামলাগুলির নিষ্পত্তি ঘটিয়ে ফেলেছে, এই রাজ্যগুলি হল হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ, কেরল ও চণ্ডীগড়।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

দেশের বিচারব্যবস্থায় কিছুটা হলেও গতি এসেছে, তার একেবারে হাতেগরম প্রমাণ মিলল এবার। চারটি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের আদালতগুলি দশ বছর বা তারও পুরনো মামলাগুলির নিষ্পত্তি ঘটিয়ে ফেলেছে। বর্তমানে এই রাজ্যগুলিতের নিম্ন আদালতে দশ বছরের বেশি পুরনো কোনও মামলা পড়ে নেই। এই রাজ্যগুলি হল হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ, কেরল ও চণ্ডীগড় ।

গতি পেল বিচারব্যবস্থা, এই রাজ্যগুলিতে পড়ে নেই কোনও পুরনো মামলা

তবে দিল্লি, অসম, অন্ধ্রপ্রদেশ. মধ্যপ্রদেশ, কর্নাটকও পিছিয়ে নেই। একেবারে শূন্য করে দিতে পারলেও ১০ বছর পুরনো মামলগুলিতে কমিয়ে ১ শতাংশে নামিয়ে আনতে পেরেছে এই রাজ্যগুলিও। অবশ্য এই পরিসংখ্যান থেকে বাদ রাখা হয়েছে সুপ্রিমকোর্ট ও হাইকোর্টে ঝুলে থাকা মামলাগুলিকে।

ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিড বা এনজেডিজি-র পরিসংখ্যান অনুযায়ী সারা দেশের ১৭ হাজার নিম্ন আদালতে ২.৫৪ কোটি মামলা ঝুলে রয়েছে। যার মধ্যে ২২.৭৬ লক্ষ মামলা দশ বছর বা তারও বেশি পুরনো। মূলত কেন্দ্র সরকার ও হাইকোর্টের নির্দেশিকা মেনেই এই রাজ্যগুলি অত্য়ন্ত দ্রুততার সঙ্গে পুরনো মামলাগুলির নিষ্পত্তি করতে পেরেছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের দাবি, দীর্ঘদিন ধরে মামলা জমে থাকায় দেশের জেলগুলির দুই-তৃতীয়াংশই বিচারাধীন বন্দিতে ভর্তি। সেইসঙ্গে বিচার-প্রক্রিয়ায় দেরি হওয়ার কারণে অনেক সময়েই দোষী সাব্যস্ত হওয়ার পরও আসামিকে ছেড়ে দিতে হয়, কারণ দেখা যাচ্ছে, কারাদণ্ডের বেশি সময় বিচারাধীন অবস্থাতেই তার জেলে কেটে গিয়েছে।

তবে এখনও বেশিরভাগ রাজ্যেই কিন্তু বিপুল পরিমাণ মামলা জমে রয়েছে। যার মধ্যে রয়েছে, গুজরাত, বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ। এই রাজ্যগুলির মধ্যে দশ বছরের পুরনো বকেয়া মামলার নিরিখে সর্বোচ্চ স্থানে রয়েছে গুজরাত। প্রধানমন্ত্রী মোদীর রাজ্যে ২০ শতাংশের কাছাকাছি পুরনো মামলা বকেয়া রয়েছে।

English summary
4 states and a union territory brings down pending cases older than 10 years to almost zero, Gujrat still has the highest number of pending cases and stands at 20 percent.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X