For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে অপহৃত পুলিশকর্মীদের তিনজনের দেহ উদ্ধার, নিখোঁজ একজন

সোপিয়ানে বাড়ি থেকে অপহৃত চার পুলিশ কর্মীর মধ্যে তিনজনের দেহ উদ্ধার হয়েছে। এঁদের মধ্যে দুজন এসপিও ও একজন সাধারণ পুলিশকর্মী। আর একজন এসপিও এখনও নিখোঁজ রয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

সোপিয়ানে বাড়ি থেকে অপহৃত চার পুলিশ কর্মীর মধ্যে তিনজনের দেহ উদ্ধার হয়েছে। এঁদের মধ্যে দুজন এসপিও ও একজন সাধারণ পুলিশকর্মী। আর একজন এসপিও এখনও নিখোঁজ রয়েছেন। তাঁকে হিজবুল জঙ্গিরা খুন করে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

কাশ্মীরে অপহৃত পুলিশকর্মীদের তিনজনের দেহ উদ্ধার, নিখোঁজ একজন

এদিন সকালে তিনজন স্পেশাল অফিসার ও একজন পুলিশ কর্মীকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান থেকে অপহরণ করে জঙ্গিরা। কারপান গ্রামে পুলিশের বাড়িতে ঢুকে টেনে বের করে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত পুলিশ কর্মীরা হলেন ফিরদৌস আহমেদ কুচে, কুলদীপ সিং, নিসার আহমেদ ধোবি ও ফয়াজ আহমেদ ভাট।

স্যোশাল মিডিয়ায় হিজবুল মুজাহিদিন জঙ্গিদের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের পদত্যাগ করতে বলা হয়। অথবা খুন করার হুমকি দেওয়া হয়। পদত্যাগ করে তার প্রমাণ ইন্টারনেটে দিতে বলা হয়। যারা তা করবেন না, তাদের পরিবারকে খুনের হুমকিও দেওয়া হয়। দুই মিনিটের ভিডিওয় হিজবুল জঙ্গিরা রীতিমতো হুমকি দিয়েছে। মনে করা হচ্ছে ভিডিও-র পিছনের কণ্ঠস্বর হিজবুলের মুখপাত্র উমর ইবন খৈতাবের। তারপরই এদিন চারজন পুলিশকর্মীর নিখোঁজ ও খুনের ঘটনা সামনে এসেছে।

গত মাসে পুলিশ ও সেনা পরিবারের নয়জনকে অপহরণ করা হয়। সোপিয়ান, কুলগাম, অনন্তনাগ ও অবন্তীপোরা এলাকায় ঘটনা ঘটে। হিজবুল প্রধান সঈদ সালাহউদ্দিনের ছেলেকে গ্রেফতারের বদলা হিসাবে এই অপহরণ করে জঙ্গিরা।

English summary
3 abducted cops killed by terrorists; one still missing in Jammu and Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X