For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৬ জানুয়ারি : দিল্লির রাজপথে ৬৮তম প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠানের খুঁটিনাটি একনজরে

আজ, বৃহস্পতিবার ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস। দিল্লির রাজপথেও জাকজমক সহকারে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এবছর বিশষে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি : আজ, বৃহস্পতিবার ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস। দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি। দিল্লির রাজপথেও জাকজমক সহকারে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এবছর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকলেন আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান।

২৬ জানুয়ারি : দিল্লির রাজপথে ৬৮তম প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠান

অনুষ্ঠানের যাবতীয় লাইভ আপডেট দেখুন এখানে

  • প্রজাতন্ত্রী ভারতের গণতন্ত্র দীর্ঘজীবী হোক, জয় হিন্দ।
  • এবার ধীরে ধীরে প্রস্থান করছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও মুখ্য অতিথি আবুধাবির যুবরাজ শেখ মহম্মদ। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রস্থান করলেন।
  • এবার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এবারের অনুষ্ঠান শেষ হল। সকলে উঠে দাঁড়িয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে সম্মান জানালেন।
  • এবার আকাশপথে বায়ুসেনার হেলিকপ্টার মহড়া করে প্রজাতন্ত্র দিবসের মঞ্চে নিজেদের উপস্থিতি দিয়ে সকলকে মুগ্ধ করল।
  • এবার মোটরসাইকেলের নানা কারিকুরি দেখানো হচ্ছে। অসাধারণ ব্যালেন্সের এই খেলা দেখে সকলে মন্ত্রমুগ্ধ।
  • এখন ভারতের নানা লোক সংষ্কৃতিকে সামনে রেখে নাচ-গান পরিবেশিত হচ্ছে। ছাত্র-যুব সকলে মিলে দেশের ঐক্য ও সংষ্কৃতিকে তুলে ধরছেন।
  • নাগপুরের লোকনৃত্য সাইলা নৃত্য এবার পরিবেশিত হচ্ছে রাজপথে।
  • স্কিল ইন্ডিয়াকে তুলে ধরতে এবারের প্রজাতন্ত্র দিবসে ট্যাবলোকে সেই থিমে সাজিয়ে পেশ করা হল। দেশের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াই এই থিমের লক্ষ্য।
  • এবার গ্রিন ইন্ডিয়া-ক্লিন ইন্ডিয়া থিমের সুসজ্জিত ট্যাবলো এল রাজপথে। সবুজ ভারত-স্বচ্ছ্ব ভারত এটাই এই সরকারের থিম বলে আগেও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • প্রধানমন্ত্রী আবাস যোজনাকে থিম করে একটি ট্যাবলো মহড়া দিল। এই যোজনার সমস্ত গুরুত্বপূর্ণ দিক থিমের আকারে তুলে ধরা হল।
  • এরপরে খাদি ইন্ডিয়াকে সামনে তুলে ধরতে একটি ট্যাবলোও রাজপথে মহড়া দিল। থিম হল- যত বেশি সম্ভব খাদির ব্যবহার করুন।
  • জিএসটি বা এক দেশ এক কর ব্যবস্থা নিয়ে করা থিমের সুসজ্জিত ট্যাবলোও মহড়া দিল রাজপথে।
  • অসমের কামাক্ষ্যা মন্দিরে থিম নিয়ে আসছে অসমের ট্যাবলো। সেখানকার পূজা ও তার মহত্তব নিয়ে অসমের সুসজ্জিত ট্যাবলো মহড়া দিল।
  • এবার পালা জম্মু ও কাশ্মীরের। গুলমার্গের বরফের মধ্যে হওয়া নানা ধরনের খেলাগুলিকে এবারের ট্যাবলোর থিম হিসাবে বেছে নেওয়া হয়েছে।
  • ত্রিপুরায় রিয়াং উপজাতিদের নাচের থিমে এবারের ট্যাবলো সাজানো হয়েছে। যুবক-যুবতীরা নাচের নেতৃত্বে রয়েছেন।
  • এবার গোয়ার সঙ্গীতপূর্ণ ট্যাবলো আনন্দে মাতিয়ে দিতে অনুষ্ঠানে অংশ নিল। রাজপথে অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখে মোহিত।
  • এবার আসছে তামিলনাড়ুর ট্যাবলো। এবারের স্থানীয় সংষ্কৃতির ছোঁয়াচ রয়েছে দক্ষিণের এই রাজ্যের ট্যাবলোয়। নেচে-গেয়ে তারা ট্যাবলো সাজিয়েছেন।
  • বাংলার পরে এবার পালা পাঞ্জাবের। স্থানীয় সংষ্কৃতির এক ঝলক দেখা গেল পাঞ্জাবের ট্যাবলোয়। রাজপথের দুদিকে উপস্থিত জনগণ দুচোখ ভরে অনুষ্ঠান দেখছেন।
  • এবার পালা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের। ট্যাবলোর থিম শারদোৎসব ও দুর্গাপুজো। সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে সেই গল্পই তুলে ধরা হল।
  • পাহাড়ি সংষ্কৃতিকে সম্বল করে সুজস্সিত ট্যাবলো এল হিমাচলপ্রদেশের। এবার পালা হরিয়ানার ট্যাবলোর। এবার তাদের থিম 'বেটি বাঁচাও বেটি পড়াও।' কল্পনা চাওলা, সাক্ষী মালিকের মতো মেয়েরা এই রাজ্য থেকে উঠে এসেই দেশের নাম উজ্জ্বল করেছেন। সেটাই এই ট্যাবলোর মাধ্যমে বলতে চাওয়া হয়েছে।
  • এবার এল দিল্লির ট্যাবলো। কীভাবে স্কুলগুলির উন্নতি করে শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করা যায় তা নিয়েই এবারের থিম দিল্লির ট্যাবলোয়।
  • কর্ণাটকের স্থানীয় লোকনৃত্যকে সামনে তুলে ধরে এবার এল দক্ষিণের এই রাজ্যের ট্যাবলো। সুজজ্জিত এই ট্যাবলোয় স্থানীয় সংষ্কৃতির ছোঁয়া রয়েছে।
  • ভারতের অন্যতম সুন্দর জায়গা লাক্ষাদ্বীপের সুসজ্জিত ট্যাবলো স্থানীয় সংষ্কৃতিকে সামনে তুলে ধরে এগিয়ে এল।
  • কচ্ছের রণের সংষ্কৃতিকে সামনে রেখে এবার পালা গুজরাতের ট্যাবলোর।
  • এরপরে এল মনিপুরের লোক উৎসবের ছোঁয়াচ দেওয়া সুসজ্জিত ট্যাবলো।
  • ওড়িশার পরে এবার অরুণাচল প্রদেশ ও মহারাষ্ট্রের ট্যাবলো অংশ নিল প্রজাতন্ত্র দিবসের মহড়ায়। লোকমান্য তিলকের উপরে থিম করে মহারাষ্ট্রের ট্যাবলো সাজানো হয়েছে।
  • এবার ওড়িশার লোক সংষ্কৃতি সম্বলিত একটি ট্যাবলো মহড়ায় অংশ নিল।
  • এবার ভারতীয় সেনার একটি ব্যান্ড কুচকাওয়াজ করছেন। তাদের নেতৃত্বে রয়েছেন মেজর গোপাল সিং।
  • রজিন্দর বালার নেতৃত্বে এবার মহড়া করছে এনসিসি-র একটি দল। তাদের থিম হল 'সারে জাহা সে আচ্ছা।'
  • ব্ল্যাক কম্যান্ডারের একটি দল এবার কুচকাওয়াজে অংশ নিল। অত্যন্ত কঠিন এই জওয়ানদের জীবনের মূল লক্ষ্যই হল দেশের অখণ্ডতা ও অভিন্নতা রক্ষা করা ও দুষ্টের দমন।
  • এবার আসছে দিল্লি পুলিশের একটি দল। এই দলে রয়েছেন ৬৮ জন দিল্লি পুলিশের আধিকারিক। তাদের নেতৃত্বে রয়েছেন পুলিশ আধিকারিক রলরাম সিং।
  • এবার এল সিআরপিএফ ব্যান্ড। ১৪৮ জনের এই দলের নেতৃত্বে রয়েছেন অফিসার করণ সিং।
  • সীমা সুরক্ষা বলের এবারের থিম হল 'আমরা হলাম সীমা সুরক্ষা বল'। এই দলের জওয়ানরা সকলে ৬ ফুটের বেশি লম্বা। উটে চড়ে মহড়ায় এক নতুন বৈচিত্র আনলেন তারা।
  • সীমা সুরক্ষা বলের জওয়ানরা এবার মহড়ায় অংশ নিচ্ছেন। এই দলের জওয়ানরা সকলে নানা ধরনের রঙীন পোশাক পড়ে উটে চড়ে কুচকাওয়াজ করছে।
  • ভারতীয় বায়ুসেনা কীভাবে আকাশপথে সুরক্ষা ও আক্রমণের কাজ করে সেটা এই দলটি করে দেখাল।
  • ভারতীয় নৌসেনা কুচকাওয়াজে অংশ নিচ্ছে। নৌসেরা আধিকারিক অশোক কুমারের নেতৃত্বে দলটি মহড়া করছে।
  • ১৫৫ এম এম আর্টিলারি গান ধনুষের মহড়া হয়ে গেল।
  • ভারতীয় সেনাবাহিনী 'ভীষ্ম' ট্যাঙ্ক নিয়ে কুচকাওয়াজে অংশ নিয়েছে।
  • রেড রোডে মহড়া সংযুক্ত আরব আমিরশাহীর সেনাবাহিনীর তরফে।
  • হাবিলদার হাঙ্গপন দাদাকে অশোক চক্র সম্মানে ভূষিত করা হল। সম্মান গ্রহণ করলেন তাঁর স্ত্রী।
  • অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধাজ্ঞাপন করার পর রাজপথের দিকে প্রস্থান প্রধানমন্ত্রীর। একইসঙ্গে রাষ্ট্রপতিভবনে থেকে মুখ্য অতিথিকে নিয়ে রাজপথের দিকে প্রস্থান করলেন।
  • অমর জওয়ান জ্যোতিতে শহিদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রয়েছেন, সেনাপ্রধান, বায়ুসেনা প্রধান, নৌসেনা প্রধান।
  • সকাল ৯ টা ৩৭ নাগাদ মুখ্য অতিথি আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ানকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
  • রাজপথে একের পর এক কেন্দ্রীয় সরকারি মন্ত্রী সহ বিশিষ্ট অতিখিদের আগমন শুরু হয়েছে। ইতিমধ্যে রাজনাথ সিং, নীতিন গড়কড়ি, অরুণ জেটলি, মনোহর পার্রিকর-সহ বিশিষ্টরা উপস্থিত হয়েছেন।
  • আজ প্রজাতন্ত্র দিসবে ভারত সাম এমআই থার্টি ফাইভ হেলিরপ্টার, সাজোয়া হেলিকপ্টার রুদ্র। প্রথমবার দেখা যাবে দেশীয় যুদ্ধবিমান তেজস। এছাড়া টি ২০ ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র।
  • নিরাপত্তার খাতিরে দিল্লির তিনটি মেট্রো স্টেশন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
  • প্রধানমন্ত্রী টুইট করে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
  • রেড রোড এলাকায় কড়া নিরাপত্তা জারি হয়েছে। রেড রোডে নিরাপত্তায় চার হাজার পুলিশকর্মী মোতায়েন। জনবহুল এলাকাগুলিতে পুলিশের কড়া নজর রয়েছে।
English summary
26 January,2017, 68th Republic Day celebrations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X