For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০০৮ মুম্বই হামলার পর পুলিশ বুঝতে পেরেছিল তাঁদের আসল কাজ কী

মুম্বইয়ে ২০০৮ সালের হামলা পুলিশের চোখ খুলে দিয়েছে। তার আগে পর্যন্ত একটা ধারণা ছিল, জঙ্গি হামলার মতো ঘটনা সামলানো পুলিশ নয়, সেনার কাজ।

  • |
Google Oneindia Bengali News

২০০৮ মুম্বই হামলা ঘটেছিল ২৬ নভেম্বর। আপাত শান্ত অথচ ব্যস্ত মুম্বই শহরের দখল নিয়ে নিয়েছিল পাকিস্তান থেকে আসা সন্ত্রাসবাদীদের দল। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলা চালানো ছাড়াও বেশ কয়েকটি জায়গায় অপহরণ করে আটকে রাখা হয়েছিল নিরীহ মানুষদের। নির্বিচারে গুলি চালিয়ে হত্যালীলা চালায় পাক জঙ্গিরা। সেই ঘটনার দশ বছর পূর্ণ হচ্ছে।

২০০৮ মুম্বই হামলার পর পুলিশ বুঝতে পেরেছিল তাঁদের আসল কাজ কী

মুম্বই পুলিশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জয়ন্ত পাটিল মাত্র ১১ মাস চেয়ার সামলেছিলেন। সন্ত্রাসী হামলার পর তিনি যখন দায়িত্ব নেন তখন মু্ম্বই পুলিশের ওপর থেকে আমজনতার ভরসা উঠে গিয়েছে। মানুষ আতঙ্কে রয়েছে। এমনকী পুলিশ ফোর্সও বুঝতে পারছে না কী করলে মানুষ তাদের ওপরে আস্থা ফিরে পাবে।

জয়ন্ত পাটিল সেই ঘটনার কথা স্মৃতিচারণ করে বলেছেন, পরিস্থিতি বেশ কঠিন ছিল। পুলিশ কর্তা ও কর্মীদের মনোবল ফিরিয়ে আনাই ছিল সবচেয়ে বড় কাজ। কারণ যেমন বড় জঙ্গি হামলা হয়েছিল তা কল্পনাতীত ছিল। সারা দেশ তথা পৃথিবী মুম্বইয়ের দিকে তাকিয়ে ছিল।

ফলে সবার আগে মু্ম্বই পুলিশের মনোবল ফেরানোর চেষ্টা করেছেন তিনি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও রাজ্য পুলিশ তখন হাতে হাত মিলিয়ে কাজ করেছে। যেকোনও ইন্টেলিজেন্স ইনপুট থাকলেই দেরি না করে ও কোনও ঝুঁকি না নিয়ে তা পুলিশের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

ঘটনা হল, মুম্বইয়ে ২০০৮ সালের হামলা পুলিশের চোখ খুলে দিয়েছে। তার আগে পর্যন্ত একটা ধারণা ছিল, জঙ্গি হামলার মতো ঘটনা সামলানো পুলিশ নয়, সেনার কাজ। পুলিশ শুধু পেট্রোলিং দেবে, ট্রাফিক সামলাবে, ভিআইপিদের সুরক্ষিত করবে। তবে মুম্বই হামলার সকলের চোখ খুলে দেয়। আর তারপর থেকে সাহসিকতার সঙ্গে পুলিশ এমন ঘটনা প্রতিরোধে নিজেদের তৈরি করেছে। এমন ঘটনা আটকাতে পুলিশও সক্ষম, এমনটাই দাবি করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী।

English summary
26/11 Mumbai attack had changed the perception of police force
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X