For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ এর শেষ সূর্যগ্রহণের সময় কী করলেন মোদী! নিজেই টুইট বার্তায় কী বললেন তিনি

জ্যোতির্বিজ্ঞান নিয়ে যে তাঁর কৌতূহল চিরকালীন, তা আগেই বহুবার প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দশকের শেষ সূর্যগ্রহণ নিয়ে রীতিমতো কৌতূহলী গোটা বিশ্ব।

  • |
Google Oneindia Bengali News

জ্যোতির্বিজ্ঞান নিয়ে যে তাঁর কৌতূহল চিরকালীন, তা আগেই বহুবার প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দশকের শেষ সূর্যগ্রহণ নিয়ে রীতিমতো কৌতূহলী গোটা বিশ্ব। কৌতূহল যেমন রয়েছে মহাকাশ গবেষকদের মধ্যে, তেমনই কৌতূহল রয়েছে জ্যোতিষশাস্ত্রবিদদের মধ্যেও। এরই মধ্যে এদিন দিল্লির আকাশের দিকে নজর রেখেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০১৯ এর শেষ সূর্যগ্রহণের সময় কী করলেন মোদী! নিজেই টুইট বার্তায় কী বললেন তিনি

এদিন দিল্লির ৭, লোক কল্যাণ মার্গে নিজের বাসভবন থেকে সূর্যগ্রহণ দেখবার প্রস্তুতি নিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর সেই মতো সমস্ত আয়োজনও হয়েছিল। এরপের ঘটনা তিনি টুইটে জানান। মোদী একটি টুইট বার্তায় বলেন, 'বহু ভারতীয়ের মতোই আমিও সূর্যগ্রহণ ২০১৯ নিয়ে উৎসাহী ছিলাম। তবে দুর্ভাগ্যবশত মেঘের জন্য সূর্যকে আমি দেখতে পাইনি। তবে কোঝিকোডের সূর্যগ্রহণ আমি 'লাইভ' স্ট্রিমিং এ দেখেছি। আমি এদিন নিজের জ্ঞান বাড়িয়ে নিলাম বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে।'

প্রসঙ্গত, এদিন দিল্লি, মুম্বইয়ের আকাশ সকাল থেকেই ঢেকে ছিল মেঘ। বেঙ্গালুরুতেও একি অবস্থা ছিল। তবে চেন্নাই থেকে কোঝিকোড়, কাসারগড়ে খুবই স্পষ্ট দেখা গিয়েছে সূর্যগ্রহণ। এদিকে, বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি সকাল থেকেই শুরু হয়ে যায়। ফলে জেলার মানুষ এদিন দেখতে পাননি সূর্যগ্রহণ।

সূর্যগ্রহণ ২৬ ডিসেম্বর : কীভাবে ৫ টি 'মিথ' ভেঙেছেন বিজ্ঞানীরাসূর্যগ্রহণ ২৬ ডিসেম্বর : কীভাবে ৫ টি 'মিথ' ভেঙেছেন বিজ্ঞানীরা

English summary
2019 Solar Eclipse on 26 December, How Narendra Modi did today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X