For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝ আকাশে ভেঙে পড়ল রাজ্য সরকারের ব্যবহৃত হেলিকপ্টার, মৃত দুই পাইলট

মাঝ আকাশে ভেঙে পড়ল সরকারি হেলিকপ্টার! বৃহস্পতিবার রাতে ছত্তিসগড়ের রায়পুর বিমান বন্দর থেকে একটি কপ্টার ওড়ার কিছুক্ষণের মধ্যে সেটি ভেঙে পড়ে। এই ঘটনায় দুই পাইলটেরই মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। মৃত দুই পাইলটের নাম ক্যাপ্টে

  • |
Google Oneindia Bengali News

মাঝ আকাশে ভেঙে পড়ল সরকারি হেলিকপ্টার! বৃহস্পতিবার রাতে ছত্তিসগড়ের রায়পুর বিমান বন্দর থেকে একটি কপ্টার ওড়ার কিছুক্ষণের মধ্যে সেটি ভেঙে পড়ে। এই ঘটনায় দুই পাইলটেরই মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। মৃত দুই পাইলটের নাম ক্যাপ্টেন পান্ডা এবং ক্যাপ্টেন শ্রীবাস্তব বলে জানা যাচ্ছে।

ভেঙে পড়ল রাজ্য সরকারের ব্যবহৃত হেলিকপ্টার

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। খোদ সরকারি হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় প্রশাসনিকমহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

জানা গিয়েছে, ট্রেনিংয়ের সময়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। প্র্যাক্টিস চলাকালীন হেলিকপ্টারটি ল্যান্ডিং করছিলেন দুই পাইলট। আর সেই সময়েই নাকি সেটিতে আগুন লেগে যায় বলে দাবি একাধিক সংবাদমাধ্যমের। কিন্তু ঠিক ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন সরকারি আধিকারিকরা। এমনকি রয়েছেন বিমানবন্দরের আধিকারিকরাও।

কীভাবে ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দুর্ঘটনা বলেই মনে করছেন আধিকারিকরা। তবে প্রযুক্তিগত কোনও ত্রুটি ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অন্য কোনও কারন রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, ছত্তিসগড় সরকারের বিভিন্ন কাজে এই কপ্টারটিকে ব্যবহার করা হত। জানা যাচ্ছে, কপ্টারটি রাত ৯টার সময়ে ভেঙে পড়ে বলে খবর। তবে ঘটনার পরেই কার্যত আশঙ্কাজনক অবস্থায় দুই পাইলটকেই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ক্যাপ্টেন পান্ডা এবং ক্যাপ্টেন শ্রীবাস্তবকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

তবে ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনায় শোক প্রকাশ করেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। একই সঙ্গে দুঃখপ্রকাশও করেন তিনি। মুখ্যমন্ত্রী লেখেন, রায়পুর বিমানবন্দরে স্টেট হেলিকপ্টার ভেঙে পড়ার খবর সামনে আসছে। ভয়বহ এই দুর্ঘটনায় আমাদের দুজন পাইলটের মৃত্যু হয়েছে। এই অবস্থায় দুই পাইলটের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী।

শুধু তাই নয়, কীভাবে হেলিকপ্টারটি ভেঙে পড়ল তাও খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে দাবি স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের।

English summary
2 pilots dead as state helicopter crashed in Chattisgarh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X