For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Bihar: ফের নীতীশের রাজ্যে বিষমদের বলি, ছাপড়ায় ১৮ জনের মৃত্যু

Bihar: ফের নীতীশের রাজ্যে বিষমদের বলি, ছাপড়ায় ১৮ জনের মৃত্যু

Google Oneindia Bengali News

মদহীন বিহারে ফের বিষমদের বলি। বিহারের ছাপড়া জেলায় বিষমদ পান করে মারা গিয়েছেন ১৮ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোথায় এই মদ বিক্রি করা হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ কয়েক বছর আগেই বিহাের মদ বিক্রি নিষিদ্ধ করেছেন নীতীশ কুমার সরকার। বিহারের ছাপড়ার ইশাভপুরে এই ঘটনা ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Bihar: ফের নীতীশের রাজ্যে বিষমদের বলি, ছাপড়ায় ১৮ জনের মৃত্যু

যে রাজ্যে মদ নিষিদ্ধ সেই রাজ্যে কীভাবে বিষমদ বিক্রি হচ্ছে। কারা বিক্রি করছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই প্রথম নয়। এর আগেও বিহারে বিষমদে মারা গিয়েছেন অনেকে। তারপরে ফের বিষমদে মৃত্যুর ঘটনায় শোরগোল ফেলে দিয়েছে বিহারে। প্রশ্ন উঠতে শুরু করেছে নীতীশ কুমারের সুশাসন নিয়ে। মদ গোটা রাজ্যে নিষিদ্ধ হওয়ার পরেও কীভাবে বিষমদ এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বিহার পুলিশ। এখনও পর্যন্ত তারা বের করে পারেনি কোথা থেকে বিষমদ এলো। ইতিমধ্যেই যেখানে বিষমদ বিক্রি হচ্ছিল সেখানে পৌঁছে গিয়েছেন মেধেপুরের ডিএসপি। এই ঘটনায় ১৮ জন মারা গিয়েছেন, কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কা জনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

তদন্তকারী পুলিশকর্মীরা জানিয়েছেন প্রথমে সকালে ৩ জন মারা গিয়েছিলেন। তারপরে ম়ৃতের সংখ্যা বেড়ে ৭ হয়। তারপরে বাড়তে বাড়তে ১৮তে পৌঁছেছে। যে কয়েকজন মারা গিয়েছেন তাঁদের নাম বিজেন্দ্র রাই, হরেন্দ্র রাম, রামজি সাহা, অমিত রঞ্জন, সঞ্জয় সিং, কুনাল সিং, অজয় গিরি, মুকেশ শর্মা, ভারত রাম, জয়দেব সিং, মনোজ রাম, মঙ্গল রাই, নাসির হুসেন, রমেশ রাম, চন্দ্র রাম, ভিক্কি মাহাতো, লাল্লন রাম, গোবিন্দ রাই।

পুলিশ সুপার জানিয়েছেন , সকালেই তিন জন মারা গিয়েছিলেন। তারপরে সেই সংখ্যা বাড়তে শুরু করে। এখনও হাসপাতালে অনেকেই ভর্তি রয়েছেন। এদিকে এই ঘটনা নিয়ে বিজেপি নেতা গিরিরাজ সিংয়ের মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি নেতা গিরিরাজ সিং বলেছেন, 'বিহারে মদ ঈশ্বরের মত।' এক কথায় তিনি নীতীশ সরকারকে কটাক্ষ করেছেন। গিরিরাজ সিংয় কটাক্ষ করে বলেছেন বিহারে মদ ঈশ্বরের মত, আছেন কিন্তু দেখা যায় না। এই বিহার বিধানসভা উত্তাল হয়েছিল বুধবার।

English summary
18 died in Bihar for Consume spurious liquor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X