For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাইজেরিয়ায় ৮০ দিনের বেশি আটক ১৬ জন ভারতীয়-সহ ২৬ জন নাবিক! 'আমাদের বাঁচান' আবেদন প্রধানমন্ত্রীর কাছে

ইকুইটোরিয়াল গিনিতে আটকে পড়ে ১৬ জন ভারতীয় নাবিক এসওএস পাঠিয়ে বলেছিলেন, তাঁদেরকে মালাবোর একটি হোটেলে নিয়ে যাওয়া হবে। যদিও পরে সেই নাবিকরা বন্দর ছেড়ে যেতে অস্বীকার করেন। কেননা তাদের একজন ক্রু মেম্বার, শ্রীলঙ্কান অস

  • |
Google Oneindia Bengali News

ইকুইটোরিয়াল গিনিতে আটকে পড়ে ১৬ জন ভারতীয় নাবিক এসওএস পাঠিয়ে বলেছিলেন, তাঁদেরকে মালাবোর একটি হোটেলে নিয়ে যাওয়া হবে। যদিও পরে সেই নাবিকরা বন্দর ছেড়ে যেতে অস্বীকার করেন। কেননা তাদের একজন ক্রু মেম্বার, শ্রীলঙ্কান অসুস্থ হয়ে পড়ায়, তাঁকে হাসপাতালে পাঠাতে হয়।

নাইজেরিয়ায় ৮০ দিনের বেশি আটক ১৬ জন ভারতীয়-সহ ২৬ জন নাবিক! আমাদের বাঁচান আবেদন প্রধানমন্ত্রীর কাছে

এর আগে নরওয়ের জাহাজ এমভি হিরোইক ইডুন জাহাজের ক্রু মেম্বাররা জানিয়েছিলেন, ভারত সরকারের কূটনৈতিক হস্তক্ষেপের পরে তাঁদেরকে ইকুইটোরিয়াল গিনির রাজধানীতে নিয়ে যাওয়া হবে। পরে তারা অবশ্য বন্দ্র ছেড়ে যেতে রাজি না হওয়ায় বন্দরে অপেক্ষা করতেই দেখা যায়। সেখান থেকে প্রকাশিত একটি ভিডিওতে এক নাবিককে বলতে শোনা যাচ্ছে, তাঁরা সেখানে অনেকক্ষণ রয়েছেন। তাঁদের কাছে কোনও খাবার কিংবা জল নেই। সেই কারণে তারা তাঁদের ভবিষ্যৎ সম্পর্কে অন্ধকারে। অন্য একটি ভিডিওতে তাঁরা জানাচ্ছে যে, শ্রীলঙ্কার ক্রু মেম্বারকে ছাড়া তাঁরা যাবেন না।

প্রসঙ্গত সমুদ্রসীমা অতিক্রম করায় ১৬ জন ভারতীয়সহ জাহাজে থাকা ২৬ জন নাবিককে আটক করে ইকুইটোরিয়াল গিনি। পরে নাইজেরিয়ার পরামর্শে এঁদেরকে হেফাজতে নেওয়া হয়।

এর পরেই এমভি হিরোইক ইডুনের চিফ কমান্ডার সানু জোস জনিয়েছিলেন, তাদের জাহাজটিকে মার্শাল দ্বীপপুঞ্জে আটকে রাখা হয়েছে। এরপর যদি জাহাজটিকে জোর করে নাইজেরিয়ায় নিয়ে যাওয়া হয়. তাহলে তা হবে জলদস্যুদের কাজ। তারা কেন্দ্রীয় সরকারের সাহায্য প্রার্থনা করেছিলেন। এর আগে জাহাজের মালিক জানিয়েছিলেন তারা ক্রু মেম্বার এবং দাহাজের মুক্তিপণ দিয়েছেন।
৯ নভেম্বর নাবিকরা ৮০ দিনের বেশি আটক থাকার পরে ভারত সরকারকে একটি এসওএস পাঠিয়ে সব নাবিককে নাইজেরিয়ায় হস্তান্তরের কথা বলেছিল। ৫০ সেকেন্ডের দুটি ভিডিওতে নাবিকরা তাঁদেরকে উদ্ধারের জন্য ভারত সরকারের কাছে আবেদন জানান।
থার্ড অফিসার রোশন অরোরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিবেশমন্ত্রীর কাছে হস্তক্ষেপ প্রার্থনা করে বার্তা পাঠান। সেখানে তিনি অভিযোগ করেন, তাঁদেরকে অবৈধভাবে আটকে রাখার পরে জোর করে নাইজেরিরায় নিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে তাঁরা মোবাইল ফোন কেড়ে নেওয়ার ভয় করছেন। ভারতীয় পতাকার সঙ্গে প্লাকার্ড হাতে তাঁরা প্রার্থনা করছেন, আমাদের বাঁচান।

'মেটা'র কাজে কানাডায় স্থানান্তরিত! দু'দিন পরেই ছাঁটাই খড়্গপুর IIT-র প্রাক্তনী'মেটা'র কাজে কানাডায় স্থানান্তরিত! দু'দিন পরেই ছাঁটাই খড়্গপুর IIT-র প্রাক্তনী

English summary
16 Indians - including 26 sailors - detains in Nigeria for over 80 days, appeals to PM Modi to save them.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X