For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নয়ডায় মিথ্যা অপহরণের গল্প ফেঁদে ধৃত ১৪ বছরের বালক

Google Oneindia Bengali News

নয়ডায় মিথ্যা অপহরণের গল্প ফেঁদে ধৃত ১৪ বছরের বালক
নয়ডা, ১৯ অক্টোবর : পুরনো প্রতিহিংসার জেরে নিজের মিথ্যা অপহরণের ঘটনায় তিন ব্যক্তির নাম জড়ানোর অভিযোগ উঠল ১৪ বছরের এক বালকের বিরুদ্ধে।

পুলিশ সুপার যোগেশ সিং জানিয়েছেন, শনিবার অষ্টম শ্রেণীর এই ছাত্রের হদিশ মিলেছে। পুলিশসূত্র্রের খবর, কোন এক সময় একটি মেয়ের সঙ্গে বাজে ব্যবহার করায় ওই তিন ব্যক্তি অষ্টম শ্রেণীর এই ছাত্রকে বাধা দেয়। তার পর থেকেই বদলার মনোভাব জাগে তার মনে। ওই তিন ব্যক্তিকে ফাঁসানোর জন্য পরিকল্পনা শুরু করে সে।

গত ১৪ অক্টোবর অভিযুক্ত ছাত্রের বাবা সেক্টর ২৪ পুলিশ থানায় ছেলের অপহরণ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করেন। সেক্টর ২২-এ বাসিন্দা এই পরিবার। অভিষুক্ত বালক চওড়া রঘুনাথপুর গ্রামের একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।

তদন্তের সময় পুলিশ লক্ষ্য করে সোস্যাল নেটওয়ার্কিং সাইটে অপহৃত বালককে সক্রিয় দেখা যায়। সেখানে তিন ব্যক্তির দ্বারা অপহৃত হওয়ার ঘটনারও উল্লেখ করতে দেখে সন্দেহ হয় পুলিশের।
এর পরেই ইলেকট্রনিক নজরদারি শুরু করে পুলিশ। শনিবার তার হদিশ মেলে।

পুলিশের জিজ্ঞাসাবাদের সামনে অভিযুক্ত ছাত্র স্বীকার করে যে অপহরণের ঘটনা মিথ্যা ছিল। ওই তিন ব্যাক্তিকে ফাঁসানোর জন্যই এই মিথ্যা অপহরণের গল্প সাজিয়েছিল সে।

English summary
14-year-old boy fakes kidnapping to implicate three men in Noida
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X