For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে বোর্ড পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারীদের ফের বসতে হবে পরীক্ষায়! জেনে নিন কেন

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

পাটনা, ২ জুন : দু'দিন আগেই বিহারের বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক ছাত্রীর নিজের বিষয় সম্পর্কে জ্ঞানের বহর দেখে সারা দেশে শোরগোল পড়ে গিয়েছে। সেই ঘটনার সূত্র ধরেই বিহারের স্কুল বোর্ডের পরীক্ষায় ভিন্ন বিষয়ে শীর্ষ স্থান পাওয়া ১৪ জনকেই ফের একবার পরীক্ষায় বসতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামিকাল অর্থাৎ শুক্রবার, ৩ জুন, কলা, বিজ্ঞান ও কমার্স শাখার এই ১৪ জনকেই ফের একবার পরীক্ষায় বসানো হবে। তাঁরা আদৌও এই সাফল্য পাওয়ার যোগ্য কিনা সেটা যাচাই করতেই তাদের ফের পরীক্ষা করা হবে।

বিহারে বোর্ড পরীক্ষায় প্রথমদের ফের বসতে হবে পরীক্ষায়

আদতে গত মঙ্গলবার বিহারের বোর্ড পরীক্ষার ফলাফল বেরনোর পরে দেখা যায়, রাষ্ট্রবিজ্ঞানে প্রথম স্থান পাওয়া রুবি রায় ১০০-তে ৯১ নম্বর পেয়েছে। অথচ নিজের বিষয় সম্পর্কেই তার সম্ম্যক ধারণা নেই। রাষ্ট্রবিজ্ঞানে কি পড়ানো হয় তা জিজ্ঞাসা করাতে সে বলে, এতে রান্নাবান্না পড়ানো হয়।

সংবাদমাধ্যমের মাধ্যমে এই বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেন বোর্ড কর্তারা। রুবি সবমিলিয়ে ৫০০ নম্বরের মধ্যে ৪৪৪ নম্বর পেয়েছে। এদিকে সে জানেই না কতো নম্বরের মোট পরীক্ষা হয়। সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে জানায়, ৬০০ নম্বরের মোট পরীক্ষা হয়। ফলে এই যদি জ্ঞানের হাল হয় তাহলে সে এত নম্বর কিভাবে পেল সেটা জানা জরুরি বলে মনে করেছেন বোর্ড কর্তারা।

অন্যদিকে বিজ্ঞানে শীর্ষ স্থানাধিকারী ছাত্র সৌরভ শ্রেষ্ঠ সাধারণ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে। সোডিয়াম বা ইলেক্ট্রন কি সেটাই সে সঠিক জানে না। আর অ্যালুমিনিয়াম নিয়ে প্রশ্নে ভুল উত্তর দিয়েছে। এসব সংবাদমাধ্যমের মাধ্যমে সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে।

বোর্ড চেয়ারম্যান লালকেশ্বর প্রসাদ সিং জানিয়েছেন, তিনি নিজে প্রত্যেক শীর্ষ স্থানাধিকারী ছাত্র বা ছাত্রীর ইন্টারভিউ নেবেন এছাড়া স্বল্প সময়ের জন্য একটি লিখিত পরীক্ষাও শুক্রবার নেওয়া হবে।

অন্যদিকে, বিহারের শিক্ষামন্ত্রী অশোক চৌধুরী জানিয়েছেন, যদি প্রমাণিত হয়, তাহলে যে শিক্ষকেরা খাতা দেখেছেন বা পরীক্ষা হলে ছিলেন তাদেরও শাস্তি দেওয়া হবে।

English summary
14 Bihar board exam toppers to give exam again on Friday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X