For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালুপ্রসাদকে ছেড়ে নীতীশের দলে ভিড়লেন ১৩ বিধায়ক

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

লালুপ্রসাদ যাদব
পাটনা, ২৪ ফেব্রুয়ারি: লোকসভা ভোটের আগে বড়সড় ধাক্কা খেলেন রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। সোমবার তাঁর দলের ১৩ জন বিধায়ক একসঙ্গে দল ছাড়লেন। এঁরা নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলে যোগ দেবেন বলে খবর।

এখন বিহার বিধানসভায় ২২ জন বিধায়ক রয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের। ১৩ জন দল ছাড়ায় সেই শক্তি অর্ধেক হয়ে গেল।

কেন এই পদত্যাগ?

ওই বিদ্রোহী বিধায়কদের দাবি, লালুপ্রসাদ যাদব এখন কংগ্রেসের অঙ্গুলিহেলনে চলছেন। কংগ্রেসের বি-টিম হয়ে উঠেছে রাষ্ট্রীয় জনতা দল। তাই তাঁরা সংযুক্ত জনতা দলে যোগ দিতে মনস্থির করেছেন। এর ফলে বিহারের রাজ্য রাজনীতিতে আরও জমি শক্ত করলেন নীতীশ কুমার।

বিহারের রাজনীতিতে এখন একদিকে বিজেপি-এলজেপি (লোক জনশক্তি পার্টি) জোট। অন্যদিকে, কংগ্রেস-আরজেডি। মাঝখানে নীতীশ কুমার। আরজেডি দুর্বল হয়ে পড়ার অর্থ হল, কংগ্রেস জোট আরও ক্ষয়িষ্ণু হয়ে গেল।

এদিন লালুপ্রসাদ যাদবকে চিন্তিত দেখালেও ভাঙতে চাননি তিনি। বলেছেন, দল এই বিপর্যয় সামলে নেবে ঠিকই। তবে, কীভাবে সামলাবে, সেই ব্যাখ্যা তিনি দেননি। শুধু এটুকু বলেছেন, রাষ্ট্রীয় জনতা দল কখনওই কংগ্রেসের বি-টিম নয়। বিধায়করা ভুল বুঝে ভুল করলেন। ভোটে মানুষে ওদের জবাব দেবে।

তবে অসমর্থিত সূত্রের খবর, ১৩ জন বিদ্রোহীর মধ্যে ৩ জন দর কষাকষি করে ফিরে আসতে তৈরি লালুর কাছে।

English summary
13 RJD MLAs desert Lalu, will join hands with Nitish Kumar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X