For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরুবারে উপনির্বাচনের রেজাল্ট আউট, মুহূর্তের ক্লিকে হাতে মুঠোয় আসবে লাইভ আপডেট

কর্ণাটকের ভোটের রেশ কাটতে না কাটতেই ২৮ মে হয়ে গিয়েছে ১০ রাজ্যের ১০ বিধানসভা ও ৪ লোকসভা আসনের উপনির্বাচন। চলতি বছরে দেশে এটাই সবচেয়ে বড় উপনির্বাচন, যেখানে একসঙ্গে এতগুলি রাজ্যের এতগুলি আসনে ভোট হল।

Google Oneindia Bengali News

রাত পোহালেই ১১ রাজ্যের উপনির্বাচন ও পুনর্নির্বাচনের গণনা। যার মধ্যে রয়েছে এরাজ্যের মহেশতলা বিধানসভা আসন। তৃণমূলের দখলে থাকা এই বিধানসভা আসনটিতে বিধায়িকা কস্তুরি দাসের অকাল প্রয়াণ উপনির্বাচনকে নিশ্চিত করে দেয়। এই আসনে রয়েছে মূলত ত্রিমুখী লড়াই। মহেশতলা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন কস্তুরি দাসের স্বামী তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস। সিপিএম প্রার্থী হয়েছেন প্রভাত চৌধুরী। বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস সুজিতকুমার ঘোষ।

ব্যস্ত সময়ে এক ক্লিকে মুঠোয় সব লাইভ খবর

এই আসনটি ছাড়াও আরও ৯ রাজ্যের ৯টি বিধানসভা আসন এবং ৪টি লোকসভা আসনে উপনির্বাচন হয়েছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে নাগাল্যান্ড, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, কেরালা, মহারাষ্ট্র, পঞ্জাব, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড। মহারাষ্ট্রের ২টি লোকসভা এবং নাগাল্যান্ড ও উত্তর প্রদেশের ১টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। রাজনৈতিক উত্তেজনার মাত্রায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে উত্তর প্রদেশের কৈরানা লোকসভা আসনটি। এখানে বিজেপি-র বিরুদ্ধে একযোগে লড়াই করছে সপা, বাসপা ও আরএলডি। এই কেন্দ্রে উপনির্বাচনের দিনের ব্যাপকভাবে ইভিএম ও ভিভিপ্য়াট খারাপ হওয়া নিয়ে বিজেপি-র বিরুদ্ধে তোপ দেগেছিল বিরোধীরা।

এদিকে ঝাড়খণ্ডের ২টি বিধানসভা, বিহার, কেরালা, মেঘালয়, মহারাষ্ট্র, পঞ্জাব, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের ১টি করে বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে। এসব আসনের গণনাও বৃহস্পতিবার। এছাড়াও কর্ণাটকের আরআর নগর বিধানসভাতেও পুনর্নির্বাচন হয়েছে। ১২ মে কর্ণাটক বিধানসভার নির্বাচনের ভোটগ্রহণের সময় আরআর নগর আসনটিতে ভোটদান স্থগিত রাখা হয়েছিল। কারণ এখানে একটি ফ্ল্যাট থেকে ১০ হাজার এপিক কার্ড উদ্ধার করেছিল পুলিশ। ২৮ মে এই আসনে পুনর্নির্বাচন হলেও ভোটদানের হার ছিল মাত্র ৫৪%। ২০১৩ সালের এই আসনে বিধানসভা নির্বাচনের সময় ভোটদানের হার ছিল ৫৬.৮২%। সুতরাং, এবার সেই তুলনার প্রায় ৩% কম ভোট পড়েছে।

গুরুবারে উপনির্বাচনের রেজাল্ট আউট, মুহূর্তের ক্লিকে হাতে মুঠোয় আসবে লাইভ আপডেট

উপনির্বাচনের গণনার এমনই সুক্ষাতি-সুক্ষ বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছে ওয়ান ইন্ডিয়া বাংলা। বৃহস্পতিবারও গণনার দিনে আমরা লাইভ পেজে নিয়ে হাজির হয়ে যাচ্ছি সকাল ৭টায়। ১১ রাজ্যের ১১টি বিধানসভা ও ৪টি লোকসভা আসনের গণনায় কে এগিয়ে? কে পিছিয়ে? ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে সমস্ত লাইভ আপডেট আমরা পৌঁছে দেবে আপনাদের কাছে। তাই নিরন্তর আপডেট পেতে আপনারা শুধু ক্লিক করুন bengali.oneindia.com-এ। এছাড়াও আপনার লাইভ আপডেট পেয়ে যাবেন ফেসবুক, টুইটার, গুগল প্লাস-এ আমাদের সোশ্যাল মিডিয়া পেজে।

English summary
By Election in 10 seats and 4 Loksabha seats were happened on 28th of this month. Now the time of verdict announcement has come and that will happen on Thursday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X