For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত ও ব্রিটেনের যৌথ উদ্যোগ, এই গ্রামে তৈরি হচ্ছে হারিয়ে যাওয়া নৌকা

ভারত ও ব্রিটেনের যৌথ উদ্যোগ, এই গ্রামে তৈরি হচ্ছে হারিয়ে যাওয়া নৌকা

Google Oneindia Bengali News

নদী-সাগরে উথালপাতাল ঢেউ, তার মাঝেও ভেসে থাকবে স্রেফ কাঠের তৈরি নৌকা। কয়েক দশক আগেও এই ধরনের নৌকা দেখা যেত। তবে বর্তমানে আর কার্যত দেখা মেলেনা এমন নৌকার। এবার সেরকমই হারিয়ে যাওয়া নৌকা তৈরি হচ্ছে গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার ডিহিমন্ডলঘাটে।

ভারত ও ব্রিটেনের যৌথ উদ্যোগ, এই গ্রামে তৈরি হচ্ছে হারিয়ে যাওয়া নৌকা

লুপ্ত হয়ে যাওয়া নৌকার নকশা তৈরিতে এগিয়ে এলো ভারত ও ব্রিটেন। ভারত সরকার ও ব্রিটেনের একটি সংস্থার আর্থিক সহায়তায় শ্যামপুরের ডিহিমন্ডলঘাটে তৈরি হচ্ছে ৩৫ ফুট লম্বা, ৯ ফুট চওড়া ও ৭-৮ ফুট গভীরতা বিশিষ্ট নৌকাটি। নৌকাটি তৈরি করছেন বছর সত্তরের পঞ্চানন মন্ডল।

সহযোগিতায় হাত লাগিয়েছেন তাঁর চার ছেলে অমল, দিলীপ, দীপক ও মনিমোহন। জানা গেছে, বছর তিরিশ আগে এই ধরনের নৌকা বানিয়েছিলেন পঞ্চানন বাবু। হুগলী ও রূপনারায়ণ নদীর নাব্যতা অনেক বেশি থাকায় এই ধরনের নৌকা চলত। সাগর বা নদীর উথালপাতাল ঢেউয়েও নির্বিঘ্নে ভেসে থাকতে সক্ষম এই নৌকা। বিশেষ নকশাবিশিষ্ট এই ধরনের নৌকাকে মূলত মৎসজীবীরা মাছ ধর‍তে যাওয়ার কাজে ব্যবহার করতেন।

যদিও বর্তমানে হুগলী ও রূপনারায়ণ নদীর নাব্যতা কমে যাওয়ায় কার্যত লুপ্ত হয়ে গিয়েছে এই ধরনের নৌকা। হারিয়ে যাওয়া বিভিন্ন জলযানকে নতুন করে তুলে ধরার কাজ চালিয়ে যাচ্ছে ব্রিটেনের সংস্থাটি। জানা গেছে, সংস্থার গবেষক জিসান আলি শেখ কোলকাতার বিশিষ্ট নৃতত্ত্ববিদ স্বরূপ ভট্টাচার্যের সাথে যোগাযোগ করেন। স্বরূপ বাবুই নৌকার গঠনশৈলীটি ব্রিটেনের ওই সংস্থার কাছে পাঠান। সবদিক খতিয়ে দেখে নৌকা তৈরির অনুমোদন দেয় ব্রিটেনের সংস্থাটি। পাশাপাশি, অর্থও বরাদ্দ করে তারা।

জানা গেছে, বিশেষ নকশা দিয়ে নৌকাটি তৈরি। এই ধরনের নকশাবিশিষ্ট নৌকা সহজে ওল্টায় না। এই ধরনের নৌকার নীচে একটি চওড়া কাঠ লাগানো থাকে, যা 'বিল' নামে পরিচিত। নৌকার তলদেশ গভীর ও সূঁচালো। খুব সহজেই সমস্ত অতিক্রম করে নৌকা সামনে এগিয়ে যেতে পারে। যদিও নৌকাটি জলে নামানো হবে না বলে জানা গিয়েছে। নৌকাটির স্থান হবে গুজরাটের ন্যাশানাল মেরিটাইম মিউজিয়ামে। শিল্পী পঞ্চানন মন্ডল তাঁর সহযোগীদের নিয়ে জোরকদমে নৌকা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, নৌকাটি তৈরি করতে প্রায় ৪০ দিন সময় লাগবে।

প্রাচীনকালে নৌকা প্রায় ৭,০০০-১০,০০০ বছর পূর্বে প্রত্নতাত্ত্বিক খননের তারিখে পাওয়া গিয়েছে বলে মনে করা হয়। বিশ্বের প্রাচীনতম পুনরুদ্ধার করা নৌকা, নেদারল্যান্ডসে পাওয়া পেস ক্যানো, সেটি খ্রিস্টপূর্ব ৮,২০০ থেকে ৭,৬০০ খ্রিস্টাব্দের মাঝখানে নির্মিত একটি পিনাস সিলেভেস্ট্রিসের ফাঁকা গাছের কাণ্ড থেকে তৈরি হয়। নেদারল্যান্ডের অ্যাসেনের ড্রেন্টস যাদুঘরে এই ক্যানো প্রদর্শিত হয়।

আলোকস্তম্ভ থেকেও অন্ধকার জাতীয় সড়ক, বাড়ছে দুর্ঘটনা-ছিনতাই আলোকস্তম্ভ থেকেও অন্ধকার জাতীয় সড়ক, বাড়ছে দুর্ঘটনা-ছিনতাই

English summary
Old boat project in howrah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X