For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাওড়ায় তুলোর গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

হাওড়ায় তুলোর গুদামে বিধ্বংসী আগুন। সাকরাইলের জালান কমপ্লেক্সের মধ্যে একটু গুদামে বিধ্বংসী এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে

  • |
Google Oneindia Bengali News

হাওড়ায় তুলোর গুদামে বিধ্বংসী আগুন। সাকরাইলের জালান কমপ্লেক্সের মধ্যে একটু গুদামে বিধ্বংসী এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে দমকলের চারটি ইঞ্জিন। তবে আরও বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসছে বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করা হচ্ছে।

ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

তবে আগুনের তীব্রতা এতটাই যে গোটা এলাকা কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে। এমনকি আশেপাশেও এই ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। যদিও চারপাশ ঘিরে ধরে এই আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তবে ঘটনার সময়ে গুদামে কোনও শ্রমিক ছিল না বলেই জানা গিয়েছে। আর সেই কারণেই বড় দুর্ঘটনা এড়ানো হয়েছে।

জানা গিয়েছে, সাঁকরাইলে ছয় নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জঙ্গলপুরে এই আগুন লেগেছে। গুদাম জুড়ে তুলোর মতো ভয়ঙ্কর দাহ্য পদার্থ রয়েছে। আর তা রয়েছে বলেই মুহূর্তে তা ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, আশেপাশেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা। তবে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।

এমনকি ঘিঞ্জি এলাকা হওয়াতে দমকল ইঞ্জিনগুলি পৌঁছতেও সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। কীভাবে ভয়ঙ্কর এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক ধারনা শর্ট সার্কিট থেকেও এই আগুন লাগতে পারে। এমনকি অন্যান্য অন্তঘাতের আশঙ্কাও উড়িয়ে দিতে পারছেন না দমকল কর্মীরা।

তবে আগুন নেভানোর পরে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। তবে গুদামের মধ্যে তুলোর মতো ভয়ঙ্কর দাহ্য পদারথ থাকলেও আগুন নিয়ন্ত্রনের কোনও ব্যবস্থা ছিল না বলেই খবর।

অন্যদিকে আগুন নেভানোর কাজে দমকলের সঙ্গে হাতেহাত মিলিয়েছেন স্থানীয় মানুষরাও। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। দাউ দাউ করে জ্বলতে থাকা গুদামের আশেপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। জানা গিয়েছে, জ্বলতে থাকা কারখানাতে লক্ষ টাকার জিনিস ছিল। সমস্তটাই আগুনের গ্রাসে সম্পূর্ণ পুড়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে স্থানীয় সুত্রে।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় এলাকায়।

English summary
fire at cotton factory at howrah west bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X