For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মা দুর্গার অস্ত্র ভান্ডার কোথায় রয়েছে এই মর্তে, জেনে নিন সেই গ্রামকে

মা দুর্গার অস্ত্র ভান্ডার কোথায় রয়েছে এই মর্তে, জেনে নিন সেই গ্রামকে

Google Oneindia Bengali News

আমরা মা দুর্গাকে দশ হাতে অস্ত্র সজ্জিত হয়ে অসুরকে বিনাশ করতে দেখি। কিন্তু এই যে এত অস্ত্র নিয়ে অসুর বধ করেন তার কারখানা কোথায় জানেন? মা দুর্গার অস্ত্র ভান্ডার রয়েছে হাওড়ার এক গ্রামে

কোথায় অবস্থিত এই গ্রাম ?

কোথায় অবস্থিত এই গ্রাম ?

হাওড়া জেলার অন্তর্গত বীরশিবপুর স্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে দামোদর নদীর তীরে অবস্থিত বোয়ালিয়া গ্রাম। মনোরম এই গ্রামেই তৈরি হয় মা দুর্গার অস্ত্র। এই গ্রামের বিভিন্ন মানুষ সারা বছর ধরে মা দুর্গার সহ বিভিন্ন দেবদেবীর অস্ত্র তৈরি করে থাকে। যা পরে কুমারটুলি হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। তাদের কর্ম দক্ষতা আর গুননৈপুণ্যের জোরেই অসাধারণ সমস্ত মা দুর্গার অস্ত্র তৈরি হয়ে থাকে, যা আমরা বিভিন্ন পূজা মন্ডপে মা দুর্গা হাতে দেখতে পাই।

যেভাবে যাবেন

যেভাবে যাবেন

দক্ষিণ-পূর্ব শাখার রেলে বীরশিবপুর স্টেশন নেমে অটো বা টোটোতে পৌঁছে যান বোয়ালিয়া ৷স্টেশন থেকে দূরত্ব ৯ কিমি ৷বাসও পাবেন ৷এন এইচ ৬ ধরেও বীরশিবপুর হয়ে বোয়ালিয়ায় আসতে পারেন ৷ নিরন্তর বয়ে চলেছে দামোদর ৷বর্ষায় সে যেন পরিপূর্ণ ৷ ঝাউ,বট,কৃষ্ণচূড়া গাছের তলায় বসে ভুটভুটিতে স্থানীয় লোকজনের পারাপার আর জেলে নৌকার আনাগোণা দেখতে দেখতে কখন যে সূর্যাস্তের সময়ে পৌঁছে যাবেন ,বুঝতেই পারবেন না ৷

নদী

নদী

ইচ্ছে হলে নিজেও ওই ভুটভুটি চেপে এ ওপার করতেই পারেন কিংবা আস্ত নৌকা ভাড়া করে নদীবক্ষে ঘুরে বেড়াতে পারেন ৷ চলে যেতে পারেন গড়চুমুক বা ৫৮ গেট ৷ নদীপথে না যেতে চাইলে টোটো বা অটো রিজার্ভ করেও গড়চুমুক বা ৫৮ গেট যেতে পারেন ৷

প্রকৃতি

প্রকৃতি

নদীর বাঁধে ও বাসস্ট্যান্ডে রয়েছে ছোট ছোট অনেক খাবার দোকান কিংবা নদীর ধারে যেকোন মনোমত জায়গা দেখে পিকনিক করতেও পারেন। রয়েছে নদীর ধারে একটা ছোট্ট কালীমন্দির ৷ নিত্য পুজো চলে ৷দিনশেষে গ্রামের চাষীদের থেকে সস্তায় টাটকা সব্জি কিনে বাড়ি ফিরতে পারেন ৷

পুজোর আগেই এসে হাজির ভোগ, রেকর্ড মাপের হাঁড়িতে তৈরি হল খিচুড়িপুজোর আগেই এসে হাজির ভোগ, রেকর্ড মাপের হাঁড়িতে তৈরি হল খিচুড়ি

English summary
in the village of Howrah named boalia Durga's arms made
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X