For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজ পড়ে মর্মান্তিক ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে! সামনে আসছে একের পর এক মৃত্যুর খবর

প্রবল বৃষ্টি। সঙ্গে পর পর বজ্রপাত। মরশুমের প্রথম ভারী বৃষ্টিতে ভিজল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। তবে বৃষ্টি থামতেই একের পর এক জায়গা থেকে মৃত্যুর খবর সামনে আসছে।

  • |
Google Oneindia Bengali News

প্রবল বৃষ্টি। সঙ্গে পর পর বজ্রপাত। মরশুমের প্রথম ভারী বৃষ্টিতে ভিজল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। তবে বৃষ্টি থামতেই একের পর এক জায়গা থেকে মৃত্যুর খবর সামনে আসছে।

বাজ পড়ে এখনও অবধি দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মৃত্যুর খবর আসছে মুর্শিদাবাদ থেকেও। মৃত্যুর খবর আসছে বাঁকুড়া থেকেও। দুপুর থেকে সেখানেও প্রবল বৃষ্টি শুরু হয়। সগে বজ্রপাত। সেখানে দুজনের মৃত্যুর খবর সামনে আসছে।

হাওড়াতে বাজ পড়ে একের পর এক মৃত্যু

হাওড়াতে বাজ পড়ে একের পর এক মৃত্যু

জানা যাচ্ছে, মঙ্গলবার দুপুরে বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে হাওড়ায়। আহত হয়েছেন একাধিক। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। জানা গিয়েছে, বালিটিকুরি ২ নম্বর রামকৃষ্ণপল্লি শেখপাড়ার বাসিন্দা রেবা বিশ্বাস ও তাঁর ছেলে অশোক বিশ্বাস মাঠে চাষের কাজ করছিলেন। বাজ পড়লে ঘটনাস্থলেই অশোকবাবুর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মা রেবা বিশ্বাসকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি সূত্রের খবর, এদিন রাস্তা দিয়ে হেঁটে আসার সময়ে বাজ পড়ে মৃত্যু হয় আরও এক মহিলার। তিনি হাওড়ার বাকসাড়া সাতঘড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

মাঠে বাজ পড়ে মৃত এক

মাঠে বাজ পড়ে মৃত এক

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুঠিমারী মাঠে বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম নাজির হোসেন (৩৫)। ঘটনার খবর পেয়েই মৃতের বাড়ি যান সামশেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা এবং বিদায়ী বিধায়ক আমিরুল ইসলাম। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকেই মুর্শিদাবাদের কান্দি মহকুমা জুড়ে কালো মেঘে কালবৈশাখী দাপট শুরু হয়। এর ফলে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ পরিষেবা এবং মাঠের পাকা ধান। পাশাপাশি এদিন দুপুর থেকেই বৃষ্টিও শুরু হলে পরিস্থিতি বেলাগাম হয়ে যায়। অপরদিকে ঝড়ের কবলে পড়ে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ পরিষেবা যেমন ব্যাহত হয় ।তেমনি কালবৈশাখীর তাণ্ডব পাকা ধান জলে ভিজে নষ্ট হবার মুখে। যদিও হতাহতের কোনো খবর নেই। বিদ্যুৎ দপ্তর এর কর্মীদের তৎপরতায় সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয় ।তবে এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। কালবৈশাখীর জন্য মাঠে কৃষকের ধানের ও ফসলের কি কি ক্ষতি হয়েছে তার খোঁজখবর শুরু করেছে কান্দি ব্লক প্রশাসন।

রাজভবনের সামনে ভাসছে দেহ

রাজভবনের সামনে ভাসছে দেহ

অফিস থেকে ফেরার সময় রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত হল এক ব্যক্তি। শুধু তাই নয়, সংবাদমাধ্যমের ক্যামেরায় উঠে এল ভয়ঙ্কর এক ছবি। দীর্ঘক্ষণ ওই মৃত ব্যক্তির দেহ জমা জলেই ভাসতে দেখ গেল। ঘটনার দীর্ঘক্ষণ পর পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গিয়েছে। দুপুর থেকে টানা বৃষ্টি। সেই জল ঠেলেই বাড়ি ফিরতে হচ্ছে অফিস ফেরত যাত্রীদের। মৃত ওই ব্যক্তিকেও ফিরতে হচ্ছিল সে ভাবেই। পুলিশের অনুমান, রাজভবনের সামনে থাকা ল্যাম্পপোস্ট ছুঁতেই বিপত্তি ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় পড়ে যান ওই ব্যক্তি। সেখানেই মৃত্যু হয় বলে দাবি। দীর্ঘক্ষণ ওই জমা জলেই পড়ে থাকে নিথর দেহ। খোদ রাজভবনের সামনে এই ঘটনায় প্রশ্নের মুখে বিদ্যুৎ বিভাগ।

সাগরে নিম্নচাপ

সাগরে নিম্নচাপ

উত্তর-পূর্ব আরব সাগরে ১৪ মে নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা খুব সম্ভবত উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। যা ১৬ মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যার জেরে ১৪ ও ১৫ মে নাগাদ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যেই কারণে কেরল, কর্নাটক, গোয়া, মহারাষ্ট্রের মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমী হিমালয় সন্নিহিত রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ এবং শিলাবৃষ্টি হতে পারে। বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়, ত্রিপুরায়।

English summary
death due to thunderstorm at west bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X