For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আনিস-কাণ্ডের অন্যতম সাক্ষীর উপর প্রাণঘাতী হামলা, আন্দোলনে কোমর বাঁধছে সিপিএম

আনিস খান রহস্য-মৃত্যুর পর সবথেকে বেশি সরব হয়েছিল সিপিএম। সিপিএমের ছাত্র ও যুব সংগঠন ধারাবহিকভাবে আন্দোলন চালিয়ে গিয়েছিল আনিস খান-কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে। কিন্তু আদালত এখনও সিটের তদন্তে আস্থা রেখেছে।

  • |
Google Oneindia Bengali News

আনিস খান রহস্য-মৃত্যুর পর সবথেকে বেশি সরব হয়েছিল সিপিএম। সিপিএমের ছাত্র ও যুব সংগঠন ধারাবহিকভাবে আন্দোলন চালিয়ে গিয়েছিল আনিস খান-কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে। কিন্তু আদালত এখনও সিটের তদন্তে আস্থা রেখেছে। এরই মধ্যে ঘটে গেল ফের এক চাঞ্চল্যকর ঘটনা। আনিস-কাণ্ডের অন্যতম সাক্ষী তাঁর খুড়তুতো ভাই সলমন খানের উপর হল নৃশংস হামলা।

আনিস-কাণ্ডের অন্যতম সাক্ষীর উপর হামলা, আন্দোলনে সিপিএম

শুক্রবার রাতে সলমনের উপর প্রাণঘাতী হামলার পর প্রশ্ন উঠেছে, কারা করল এই কাজ। অভিযোগের তির তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীদের উপর। পরিবারের অভিযোগ আনিস-কাণ্ডের পর থেকে সলমনকে শাসানো হচ্ছিল। এই পরিস্থিতিতে সিপিএমের ছাত্র ও যুব সংগঠন ফের হাতে অস্ত্র পেয়ে গেল। ফের তাঁরা আন্দোলনে নেমে পড়ল কার্যত শনিবার থেকেই।

হাওড়ার আমতার ছাত্র নেতা আনিস খানের মৃত্যুপ রহস্যের পর তা ইস্যু করতে উদ্যোগী সিপিএম। সিপিএম চাইছিল আনিস খান ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন গড়ে তুলতে। এবং তাঁরা বোঝাতেও সমর্থ হয়েছিল তাঁরাই পরিবারের পাশে রয়েছে। কিন্তু মাঝে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি আর গরু পাচার-কাণ্ডে অনুব্তর গ্রেফতারি সমস্ত ইস্যুকে ধামাচাপা দিয়ে দেয়।

এরপর শুক্রবার রাতে যে ঘটনা ঘটল হাওড়ার আমতায়, ফের পঞ্চায়েত ভোটের আগে হাতিয়ার পেয়ে গেল সিপিএম। আনিসের খুড়তুতো ভাই সলমনের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে এসএফআই ও ডিওয়াইএফআই আমতা থানা ঘেরাও অভিযানে নামছে রবিবার। সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের তরফে আমরা থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে আনিসের ভাই সলমন খানের উপর ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোহ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ফের তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। পরিবারের অভিযোগ, আনিস-মৃত্যুর অন্যতম প্রধান সাক্ষী হওয়ার কারণেই বারার হুমকির মুখে পড়তে হয়েছে সলমনকে। আর শুক্রবার রাতে সাংঘাতিক হামলার মুখে পড়তে হল।

এরপর শনিবার দুপুরে আনিসের বাড়িতে আসে সিপিএমের ছাত্র ও যুব সংগঠনের নেতৃত্ব। সিপিএমের ছাত্র-যুবদের প্রতিনিধি দলে ছিলেন প্রতিকুর রহমান, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত-রা। ছিলেন হাওড়া জেলা সিপিএমের ছাত্র-যুব সংগঠনের নেতারাও। আমতায় আনিসের বাড়ি থেকেই তাঁরা ঘোষণা করেন রবিবার আমতা থানা ঘেরাও করবেন তাঁরা। আনিসের বাড়ি থেকে মিছিল করে তাঁরা আমতা থানায় যাবে।

এদিন আনিসের খুড়তুতো ভাইয়ের উপর হামলা ফের একবার এই ইস্যুকে সামনে এনে দিল। একইসঙ্গে সিবিআই দাবি আরও জোরদার করল। আনিস-কাণ্ড পরবর্তী বিভিন্ন ঘটনায় সিবিআই তদন্ত হয়েছে। তবে এক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেয়নি সিবিআই। কিন্তু সলমনের উপর হামলা ফের সেই দাবি জোরদার করল। এদিকে এই প্রাণঘাতী হামলার পর আনিসের পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

English summary
CPM calls agitation against Police Station on protest of attack on cousin brother of Anis Khan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X