For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাইকারি বাজার চালুর দাবিতে ধুন্ধুমার, মহিলা বিজেপি কর্মীকে আটক পুলিশের

পাইকারি বাজার চালুর দাবিতে ধুন্ধুমার, মহিলা বিজেপি কর্মীকে আটক পুলিশের

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

পুনরায় পাইকারি বাজার চালুর দাবিতে বিজেপি মহিলা মোর্চার স্মারকলিপি প্রদান কর্মসূচিকে কেন্দ্র করে শেওড়াফুলিতে ধুন্ধুমার। ঘটনায় বেশ কয়েকজন মহিলা বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।

পাইকারি বাজার চালুর দাবিতে ধুন্ধুমার, মহিলা বিজেপি কর্মীকে আটক পুলিশের

পুলিশ ও বিজেপি মহিলা মোর্চা সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বৈদ্যবাটিতে নিয়ন্ত্রিত বাজার প্রাঙ্গনে শেওড়াফুলি পাইকারি বাজারে স্থানান্তরিত করেছে প্রশাসন। রাজ্যে চতুর্থ পর্বের আনলক শুরুর পর থেকে সেই বাজার পুনরায় শেওড়াফুলিতে ফেরত আনার দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা সরব হয়েছেন। তাদের দাবি পাইকারি বাজার সরে যাওয়া তাদের বেচাকেনা কমে গিয়েছে।

এদিন এই দাবিতে স্মারকলিপি দিতে যাওয়ার পথে মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল-সহ সংগঠনের কর্মীদের বাধা দেয় পুলিশ। এর পরই শুরু হয় ধস্তাধস্তি। শেওড়াফুলি ফাড়িতে স্মারকলিপি জমা দিতে যায় বিজেপি মহিলা মোর্চা। জিটি রোড ধরে কিছুটা এগোতেই তাদের বাধা দেয় পুলিশ। মহিলা মোর্চার কর্মীদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বোস সহ অন্যান্য নেতা-নেত্রীরা। সেখানেই পুলিশ তাদের কর্মসূচি আটকালে দুই পক্ষের মধ্যে ঝামেলা বাধে। ঘটনা বেশ কয়েকজন মহিলা বিজেপি কর্মী কে আটক করেছে পুলিশ।

ঘটনার তীব্র নিন্দা করে সংবাদমাধ্যমকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা বলেন,'তাঁবেদার পুলিশ অন্য দলকে মিছিল জমায়েতের অনুমতি দিচ্ছে। আর তিরিশ জনকে নিয়ে স্মারকলিপি জমা দিতে যেতে দিল না। সব জায়গায় এটা করছে পুলিশ। ইমাম ভাতা চালু আছে রাজ্যে। এত বছর মনে হয়নি। ভোটের ছয় মাস আগে মনে হল পুরোহিতদের ভাতা দিতে হবে। পুরোহিতরা ভিক্ষা নেন না। প্রণামী নেন। পিকের বুদ্ধিতে এসব করছেন মাননীয়া। এতে কোনও লাভ হবে না। কারণ নয় বছরে রাজ্যে কোনও কিছু হয়নি। আগামী দিনেও হবে না।'

বিজেপির মুখে আঙুর ফলের কথা, মরলে আমরাই মরব! মুখ্যমন্ত্রীর মুখে 'সংশোধন'এর কথায় জল্পনাবিজেপির মুখে আঙুর ফলের কথা, মরলে আমরাই মরব! মুখ্যমন্ত্রীর মুখে 'সংশোধন'এর কথায় জল্পনা

English summary
Bjp workers arrested in a protest in Sheoraphuli Hooghly district
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X