For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডানকুনির লজিটিক্স হাবে বাঙালিদের চাকরি-কাজ-ব্যবসার দাবি, বাংলা ভাগ ষড়যন্ত্রের অভিযোগে বাংলা পক্ষর সভা

বাংলায় বাঙালিদের জন্য চাকরিতে সংরক্ষণের (reservation) দাবি। এদিন হুগলির ডানকুনিতে সভা করে বাংলা পক্ষ (bangla paksha)। সেখানে বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশের সমস

  • |
Google Oneindia Bengali News

বাংলায় বাঙালিদের জন্য চাকরিতে সংরক্ষণের (reservation) দাবি। এদিন হুগলির ডানকুনিতে সভা করে বাংলা পক্ষ (bangla paksha)। সেখানে বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশের সমস্ত পরীক্ষা বাংলায় দেওয়ার সুযোগের দাবিও জানানো হয়।

বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ

বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ

হিন্দি সাম্রাজ্যবাদীরা দীর্ঘদিন ধরে বাংলা ভাগের চক্রান্ত করছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বাংলাকে দুই ভাগে ভাগ করে বাঙালি জাতিকে দুর্বল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করা হল বাংলা পক্ষের তরফে। এই পরিস্থিতিতে বাঙালি জাতির একতা এবং এই বাংলায় নিজেদের চাকরি, বাজার, ব্যবসায় আধিপত্য সুনিশ্চিত করতে হযলে বাংলা ভাগ যে কোনওভাবে প্রতিহত করতে হবে বলে এদিন বাংলা পক্ষের তরফে জানানো হয়েছে। এদিন হাজির ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায় এবং বাংলা পক্ষ নেতৃত্ব কমিটির অন্যতম কৌশিক মাইতি।

ভূমিপুত্র সংরক্ষণ সুনিশ্চিত করার ডাক

ভূমিপুত্র সংরক্ষণ সুনিশ্চিত করার ডাক

বাংলার প্রত্যেকটি সরকারি চাকরিতে ভূমিপুত্র সংরক্ষণ সুনিশ্চিত করতে বাংলা পক্ষের তরফে ভূমিপুত্র সংরক্ষণ আইন প্রণয়নের দাবি তোলা হয়েছে। বাঙালি তথা যে কোনও অহিন্দিদের প্রতিনিধিত্ব দিনের পর দিন সর্বভারতীয় চাকরিগুলোতে কমিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে বাংলা পক্ষের তরফে। পাশাপাশি অভিযোগ করা হযেছে, হিন্দিতে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়ে হিন্দিভাষীদের একতরফা চাকরির সুযোগ করে দেওয়া হচ্ছে। যার ফলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আঘাত করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে, এই সংগঠনের তরফে। সর্বভারতীয় পরীক্ষায় বাংলাকে বাধ্যতামূলক করার দাবিও তোলা হয়েছে এদিন।

ডানকুনি লজিস্টিক্স হাবে সংরক্ষণের দাবি

ডানকুনি লজিস্টিক্স হাবে সংরক্ষণের দাবি

ডানকুনি থেকে শ্রীরামপুর-শিলিগুড়ি, পশ্চিম বর্ধমান বিভিন্ন জায়গায় একের পর এক শিল্প নগরী গড়ে উঠেছে। সেখানে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হচ্ছে। এইসব কর্মসংস্থানে ৮৬% চাকরি বাঙালির হতে দেওয়ার দাবি তোলা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারি চাকরিতে বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার অধিকারের দাবি তোলা হয়েছে। বাংলায় বাঙালিদেরই দ্বিতীয় শ্রেণির নাগরিক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

বাংলাতেও ভূমিপুত্র সংরক্ষণ আইন পাসের দাবি

বাংলাতেও ভূমিপুত্র সংরক্ষণ আইন পাসের দাবি

সংগঠনের তরফে বলা হয়েছে, দেশের ভারতের প্রায় প্রতিটি রাজ্যে ন্যুনতম ৭৫ শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ আইন পাস হয়েছে কিংবা তার খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। বাংলা ভারতের অঙ্গরাজ্য, তাই বাংলাতেই সেই বাস্তবতার দাবি তোলা হয়েছে। যার জন্য বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এবারে করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেও! একনজরে পদ্ধতিএবারে করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেও! একনজরে পদ্ধতি

English summary
Bangla Paksha working for only homeland people of Bengal for jobs, works, business in Dankuni logistics hub
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X