For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদৌ কি ভারতীয় ফুটবলকে এগোচ্ছে আইএসএল? দশ বছর আগে তিন গোল দেওয়া ভিয়েতনামের বিরুদ্ধে একই ব্যবধানে পর্যুদস্ত ভারত

আদৌ কি ভারতীয় ফুটবলকে এগোচ্ছে আইএসএল? দশ বছর আগে তিন গোল দেওয়া ভিয়েতনামের বিরুদ্ধে একই ব্যবধানে পর্যুদস্ত ভারত

Google Oneindia Bengali News

ভিয়েতনামে দু'টি ম্যাচের মধ্যে একটিতেও জয়ের মুখ দেখতে পেল না ভারত। প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র-এর পর দ্বিতীয় ম্যাচে ইগর স্টিম্যাচের দল পরাজিত হল ভিয়েতনামের বিরুদ্ধে। মঙ্গলবার হো চি মিন সিটির থং নহাত স্টেডিয়ামে ত্রিদেশীয় হাং থিন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ভিয়েতনাম তাদের হারাল ৩-০ ব্যবধানে।

আদৌ কি ভারতীয় ফুটবলকে এগোচ্ছে আইএসএল? দশ বছর আগে তিন গোল দেওয়া ভিয়েতনামের বিরুদ্ধে একই ব্যবধানে পর্যুদস্ত ভারত

ভারতীয় দল একেবারেই প্রত্যাশা মতো ফুটবল খেলতে পারেনি। ফিফা ক্রমতালিকায় ৯৭ স্থানে থাকা ভিয়েতনাম ঘরের মাঠে ভারতকে চেপে ধরেছিল শুরু থেকে। অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর প্রাচীর না হয়ে দাঁড়ালেও পাঁচ গোল বা তাঁরও বেশি হজম করতে হত ভারতকে। প্রথমার্ধে একটি গোল হজম করে ভারতী দল, দ্বিতীয়ার্ধে আরও দুইটি গোল করে ভিয়েতনাম। ম্যাচের ১০ মিনিটের মাথায় ভিয়েতনামের হয়ে প্রথম গোল করেন ফ্যান ভান ডুক। ৪৯ মিনিটে আয়জোক দেশটির হয়ে দ্বিতীয় গোল করেন ভ্যান তোয়ান এবং ৭১ মিনিটে তৃতীয় গোলটি করেন ভ্যান কুয়েত।

সিঙ্গাপুরের বিরুদ্ধে যেই প্রথম একাদশ খেলেছিল সেই দলের সঙ্গে ভিয়েতনামের বিরুদ্ধে খেলা প্রথম একাদশে তিনটি পরিবর্তন রয়েছে। নরেন্দরের পরিবর্তে আসেন সন্দেশ ঝিংঘান, রোশনের জায়গায় আসেন চিঙলেনসানা সিং এবং কোলাসোর পরিবর্তে প্রথম একাদশে খেলেন উদান্ত সিং। শুরুর দিকে ভারত আক্রমণে উঠলেও প্রতিপক্ষকে মেপে নিয়ে প্রথম ছয়-সাত মিনিটের পর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে তুলে নেয় ভিয়েতনাম। এ দিন সেট পিসে ভারতীয় ডিফেন্সের দুর্বলতা দেখা গিয়েছে। প্রথম গোলটি সেট পিস থেকেই হয়। কর্নার ঠিক মতো ক্লিয়ার না করতে পারার কারণেই এই গোলটি হজম করতে হয় ভারতকে।

একটি প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এবং তা হল আইএসএল আসার পর আদৌ কি কোনও উন্নতি হয়েছে ভারতীয় ফুটবলের। এই ভিয়েতনামকে ২০১০ সালে ভারত হারিয়েছিল ৩-১ ব্যবধানে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন সুনীল ছেত্রী। দশ বছর পর সেই দলের কাছে ০-৩ গোলে ভারতের হার প্রশ্ন তুলে দিল ভারতীয় ফুটবলের জন্য কতটা ভাল আইএসএল।

English summary
India lost against Vietnam by 3-0 goals in Hung Thinh Tournament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X