For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় কাঁপছে বিশ্ব, ভয়ডরহীন এই দেশ, গ্যালারিতে ৫০০ সমর্থক নিয়ে শুরু হয়ে গেল ফুটবল

করোনায় কাঁপছে বিশ্ব, ভয়ডরহীন এই দেশ, গ্যালারিতে ৫০০ সমর্থক নিয়ে শুরু হয়ে গেল ফুটবল

  • |
Google Oneindia Bengali News

করোনাভাইরাস মহামারিতে কাঁপছে বিশ্ব। প্রাণঘাতী ভাইরাসে বিশ্বে এখনও পর্যন্ত ২ লক্ষ ৪০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে এখন লকডাউনের পরিবেশ। আর এই লকডাউনে বিশ্বের সর্বত্র খেলার জগৎও বন্ধ রয়েছে।

করোনায় কাঁপছে বিশ্ব, ভয়ডরহীন এই দেশ, গ্যালারিতে ৫০০ সমর্থক নিয়ে শুরু হয়ে গেল ফুটবল

সারা বিশ্বে ফুটবল কার্যত এখন স্তব্ধ। এর মাঝে সবাইকে চমকে দিল তুর্কমেনিস্তান। মধ্য এশিয়ার এই দেশে করোনার রক্তচক্ষুকে ভয় না করেই মাঠে বল গড়ানো শুরু হয়েছে। রীতিমতো ঢাকঢোল পিটিয়ে বিশ্বজুড়ে করোনা থাবার মাঝেই ফুটবল মরসুম নতুন করে শুরু করে দিল। গ্যালারিতে দর্শক এনে স্থগিত থাকা ফুটবল মরসুম শুর হয়েছে।

এর আগে মার্চে বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারী নেওয়া শুরু হলে আট দলের লিগটি স্থগিত রাখা হয়। এশিয়া থেকে ইউরোপ, বিশ্বের সর্বত্রই এখন করোনার কারণে সব ধরনের ফুটবল লিগ স্থগিত রয়েছে। এই পরিস্থিতিতে স্থগিত লিগ শুরু করে দিল তুর্কমেনিস্তান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেদেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা ০। সেকারণেই ভয়ের কিছু নেই। প্রসঙ্গত মার্চের লিগের তিন ম্যাচ হওয়ার পর টুর্নামেন্ট স্থগিত রাখা হয়। এবার মাঠে ৩০০ দর্শক নিয়ে খেলা শুরু হয়ে গেল। রবিবার গ্যালারিতে বসে ৩০০-র বেশি দর্শক মাঠে খেলা দেখছেন।

উল্লেখ্য বিশ্বে আরও দুই দেশে এখন ফুটবল প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। স্রোতের বিপরীতে হেঁটে তাজিকিস্তান ও বেলারুশ করোনাকে ভয় না পেয়ে মাঠে বল গড়িয়েছে। যা নিয়ে এখন জোর সমালোচনা চলছে। এবার দেশে করোনা সংক্রমণ নেই বলে ফুটবল শুরু করল তুর্কমেনিস্তান।

English summary
Turkmenistan Restarts Soccer Season, Despite Coronavirus Pandemic in World
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X