
ফ্রান্স ম্যাচের আগে শক্তি বাড়ছে ইংল্যান্ডের, পরিবারের পাশে কঠিন সময় কাটিয়ে কাতারে ফিরছেন তারকা স্ট্রাইকার
পরিবারের কঠিন সময়ে পাশে থাকতে বিশ্বকাপের মাঝ পথেই দেশে উড়ে গিয়েছিলেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার রহিম স্টার্লিং। তবে, এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ড নামার আগে দলের সঙ্গে যোগ দিতে কাতারে উড়ে আসছেন রহিম স্টার্লিং। শেষ চারে যাওয়ার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে মুখোমুখি হবে ইংল্যান্ড।

সেনেগালের বিরুদ্ধে ম্যাচের দিনই স্টার্লিং-এর বাড়িতে সশস্ত্র অনু্প্রবেশকারীরা ভাঙচুর চালায়। এই সময়ে বাড়িতেই উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। ওই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার জন্য ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন স্টার্লিং। দোহায় উড়ে যাওয়ার আগে পুলিশ আধিকারিকদের থেকে কিছু চূড়ান্ত নিশ্চয়তার জন্য অপেক্ষা করছেন ব্রিটিশ ফরোয়ার্ড।
অতর্কিত এই আক্রমণে ভেঙে পড়েছে স্টার্লিং-এর পরিবারের সদস্যরা। তবে, ইংল্যান্ডের অধিনায়ক এই কঠিন সময় স্টার্লিং-এর পাশে দাঁড়িয়েছে এবং নিজের পূর্ণ সমর্থনের কথা বলেছেন। বিশ্বকাপের মাঝে জাতীয় শিবির থেকে তাঁকে ছাড়ার প্রসঙ্গে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বলেছেন, "এই মুহূর্তে অবশ্যই ওর কাছে বেশি গুরুত্ব রাখে পরিবারের সঙ্গে থাকা। আমরা ওর সঙ্গে রয়েছি এবং যত দিন ওর প্রয়োজন তত দিন ওকে আমরা ছুটি দেব। এই মুহূর্তে এটা এমনই একটা পরিস্থিতি যেখানে ওর থাকা প্রয়োজন পরিবারের সঙ্গে এবং এর জন্য ওর উপর কোনও চাপ দিতে চাই না আমি। কিছু সময় ফুটবল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয় না এবং পরিবারের আগে আসা উচিৎ।"
সারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে উইকেন্ডে স্টার্লিং-এর বাড়ি থেকে তিন লক্ষ পাউন্ড মূল্যের ঘরি এবং গহনা চুরি হয়েছে। বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম একাদশের অটোমেটিক চয়েস নন রহিম স্টার্লিং। তিনি ফিরে এলেও রিজার্ভ বেঞ্চেই বসতে হবে হাইপ্রোফাইল ফরোয়ার্ডকে।