For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফোকাস ঠিক রাখতে নয়া স্ট্র্যাটেজি রুশ কোচের, শেষ আটের লড়াইয়ে নামার আগে চনমনে দুই শিবির

২০১৮ রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ রাশিয়ার মুখোমুখি ক্রোয়েশিয়া। চোট সমস্যা এই ম্যাচে বিপাকে ফেলতে পারে রাশিয়াকে। ম্যাচ জেতার বিষয়ে আত্মবিশ্বাসী দুই শিবির।

Google Oneindia Bengali News

আজ রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মেগা ম্যাচে মুখোমুখি আয়োজক দেশ রাশিয়া এবং এই বিশ্বকাপের সব থেকে ধারাবাহিক দল ক্রোয়েশিয়া।

ফোকাস ঠিক রাখতে নয়া স্ট্র্যাটেজি রুশ কোচের, শেষ আটের লড়াইয়ে নামার আগে চনমনে দুই শিবির

এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে অপরাজিত ক্রোয়েশিয়া। একটি ম্যাচেও হারতে হয়নি তাদের বা ড্র করেনি একটি ম্যাচো। গ্রুপে তিনটি ম্যাচেই জয়ের মুখে দেখে ক্রোযেশিয়া। গ্রুপের তিন ম্যাচে ক্রোয়েশিয়া মোট গোল করে সাতটি, গোল হজম করে মাত্র একটি।

প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজায় থাকে ক্রোয়েশিয়ার দাপট। ডেনমার্কের সঙ্গে নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-২ গোলে ম্যাচ জিতে নেয় ক্রিয়েশিয়া।

ফোকাস ঠিক রাখতে নয়া স্ট্র্যাটেজি রুশ কোচের, শেষ আটের লড়াইয়ে নামার আগে চনমনে দুই শিবির

দল দারুণ ছন্দে থাকলেও রাশিয়ার বিরুদ্ধে নামার আগে বেশ সাবধানী ক্রোয়েশিয়ার কোচ জ্লাটকো দালিচ। তিনি জানান, ঘরের মাঠে যে ভাবে প্রতি ম্যাচে রাশিয়া নিজেদের ফুটবলকে ছড়িয়ে দিচ্ছে তা সত্যিই অসাধারণ। গোটা দলটার মধ্যে সঙ্ঘবদ্ধতা রযেছে। স্পেনের মতো দল ওদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। ফলে শেষ আটের লড়াইয়ে রাশিয়াকে নিয়ে যে তাঁর অন্য পরিকল্পনা রয়েছে তা নিজের আচরণেই বুঝিয়ে দেন ক্রোটদের কোচ।

ডেনমার্কে বিরুদ্ধে সামান্য চোট পেলেও এই ম্যাচে ইভান স্ট্রিনিচকে পাওয়ার বিষয়ে আশাবাদী ক্রোয়েশিয়ার টিম ম্যআনেজমেন্ট। অন্য দিকে, কাঁধের চোট সারিয়ে এই ম্যাচে দলে ফিরতে পারেন মাতেও কোভাসিচ।

হাই-প্রোফাইনাল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামার আগে নিজেদের আন্ডার ডগ হিসেবেই দেখছে রাশিয়া। তিনি জানান আন্ডার ডগ হিসেবেই ম্যাচ শুরু করবে তাঁর দল। তবে, ক্রোয়েশিয়াকে হারানোর মতো ক্ষমতা রয়েছে রুশ বাহিনীর।

ফোকাস ঠিক রাখতে নয়া স্ট্র্যাটেজি রুশ কোচের, শেষ আটের লড়াইয়ে নামার আগে চনমনে দুই শিবির

পাশাপাশি তিনি এ-ও জানান, শেষ চারে পৌঁছনোর লড়াইয়ে নামার আগে নিজের লক্ষ্যে স্থির থাকার জন্য তিনি খবরের কাগজ পড়া এবং টিভি দেখা ছেড়ে দিয়েছেন। রাশিয়ার কোচ স্তানিসলাভ চেরচেসোভ বলেন, 'দলের কোচ হিসেবে আমি চেষ্টা করছি টিভি না দেখার। আমি খবরের কাগজ পড়ি না। আমি নিজের কাজের প্রতি মনোযোগ দিতে চাই। আমি বিশ্বাস করি একই অবস্থা প্লেয়ারদেরও। আমি নিজের লক্ষ্য থেকে সরে যেতে চাই না। যদি সামনে খবরের কাগজ পাই, তাহলে শুধু শিরোনামটাই পড়বো, বিতর্ক ভাল জিনিস কিন্তু আমাদের নিজেদের চোখ-কান খোলা রাখতে হবে।'

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচেই হেরেছে রাশিয়া। গ্রুপ পর্বে তাদের হারতে হয় উরুগুয়ের কাছে। গ্রুপের খেলায় মোট আট গোল করেছে রাশিয়া, গোল হজম করেছে চারটি। প্রি কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে স্পেনের সঙ্গে ম্যাচ শেষ হলেও টাইব্রেকারে ৪-৩ গোলে ম্যাচ জিতে নেয় রাশিয়া।

রাশিয়া টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না য়ুরি ঝিরকোভ। তবে, সৌদি আরবের বিরুদ্ধে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে এই ম্যাচে দলে ফিরতে পারেন অ্যলান জাগোয়েভ।

English summary
Russia will face Croatia in quarter final match of Fifa World Cup 2018. Both the teams are confident to win this match. But injury issue will be a big factor for Russia in this match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X