For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাতার বিশ্বকাপে আপনার পছন্দের দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটা? দেখে নিন অপটা-র বিশ্লেষণ

  • |
Google Oneindia Bengali News

ফুটবল বিশ্বকাপ শুরু আগামী রবিবার। ধারেভারে কে এগিয়ে, কে পিছিয়ে, কে-ই বা চমক দিতে পারে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ব্রিটিশ ক্রীড়া বিশ্লেষক সংস্থা অপটা-র (Opta)-র তরফেও নানা দিক বিচার-বিশ্লেষণ করে বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, কোন দলগুলির এবার বিশ্বকাপ জয়ের কতটা সম্ভাবনা। সেই তালিকায় দেখা যাচ্ছে আর্জেন্তিনা, এমনকী গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের চেয়েও ব্রাজিলের কাপ জয়ের সম্ভাবনাই বেশি উজ্জ্বল।

কীভাবে বিশ্লেষণ?

কীভাবে বিশ্লেষণ?

স্ট্যাটস পারফর্মের (Stats Perform) আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন মডেল অনুযায়ী এই বিশ্লেষণ করা হয়েছে। কম্পিউটার-লব্ধ এই বিশ্লেষণ মিলে গেলে ২০ বছর পর কাঙ্ক্ষিত কাপ জয় করতে পারবে ব্রাজিল। বেটিং মার্কেট অড এবং স্ট্যাটস পারফর্মের টিম র‍্যাঙ্কিং অনুযায়ী প্রতিটি ম্যাচ ধরে ধরে বিশ্লেষণ করা হয়েছে। কোন ম্যাচে কে জিততে পারে, কে হারতে পারে বা কোন ম্যাচ ড্র হতে পারে, তা উঠে এসেছে এই প্রেডিকশন মডেলে। কোনও দলের আগের পারফরম্যান্সের সঙ্গে বর্তমান পারফরম্যান্সও এই প্রেডিকশন মডেলের ভিত্তি। সেই সঙ্গে দেখা হয়েছে কোনও দলের প্রতিপক্ষদের শক্তি, বিভিন্ন ম্য়াচের ফল কেমন হতে পারে তা বিশ্লেষণ করে ওই দলগুলির ফাইনালের পথ কতটা শক্ত, গ্রুপবিন্যাস এবং নক আউট পর্বের জন্য বাছাইয়ের বিষয়গুলিকে ধর্তব্যে আনা হয়েছে।

ব্রাজিল এগিয়ে

ব্রাজিল এগিয়ে

অপটা-র বিশ্লেষণ অনুযায়ী ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৬৩.৭ শতাংশ, সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৪০.২ শতাংশ, ফাইনালে ওঠার সম্ভাবনা ২৫.৩ শতাংশ এবং চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১৫.৮ শতাংশ। বাকি দলগুলির ক্ষেত্রে চারটি মাপকাঠিতেই এগিয়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ব্রাজিলের পরেই রয়েছে আর্জেন্তিনা। আর্জেন্তিনার শেষ আটে যাওয়ার সম্ভাবনা ৫৫.৩ শতাংশ, সেমিফাইনালের সম্ভাবনা ৩৬.৩ শতাংশ, ফাইনালে ওঠার সম্ভাবনা ২১.১ শতাংশ এবং কাপ জেতার সম্ভাবনা ১২.৬ শতাংশ।

প্রথম পাঁচে বাকি যে দলগুলি

প্রথম পাঁচে বাকি যে দলগুলি

গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে ৫৮.৮ শতাংশ, সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ৩৭.৩ শতাংশ, ফাইনালে ওঠার সম্ভাবনা ২১.৯ শতাংশ এবং কাপ দখলে রাখার সম্ভাবনা ১২.২ শতাংশ। তালিকার চারে রয়েছে স্পেন। স্পেনের কোয়ার্টার ও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা যথাক্রমে ৫৫.১ শতাংশ ও ৩১.৬ শতাংশ, ফাইনালে ওঠার সম্ভাবনা ১৭.৪ শতাংশ, চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে ৯.১ শতাংশ। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ডের কাপ জয়ের সম্ভাবনা ৮.৭ শতাংশ। কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে ৫৬ শতাংশ, সেমিফাইনালে ৩০.৯ শতাংশ এবং ফাইনালে যাওয়ার সম্ভাবনা ১৭ শতাংশ।

 অন্য দেশগুলির সম্ভাবনা

অন্য দেশগুলির সম্ভাবনা

অপটার বিশ্লেষণ অনুযায়ী, জার্মানির কাপ জয়ের সম্ভাবনা ৭.৮ শতাংশ, নেদারল্যান্ডসের ৭.২ শতাংশ, পর্তুগালের ৫.৮ শতাংশ, বেলজিয়ামের ৫.৪ শতাংশ এবং ডেনমার্কের ৩.৫ শতাংশ। গতবারের রানার-আপ ক্রোয়েশিয়ার এবার ফাইনালে ওঠার সম্ভাবনা ৪.৬ শতাংশ, কাপ জয়ের সম্ভাবনা ১.৮ শতাংশ। উরুগুয়ের কাপ জয়ের সম্ভাবনা ১.৬ শতাংশ, সুইৎজারল্যান্ডের ১.১ শতাংশ, সেনেগালের ০.৯ শতাংশ, মেক্সিকোর ০.৯ শতাংশ এবং সার্বিয়ার ০.৮ শতাংশ। ইংল্যান্ডের গ্রুপ বি-র শীর্ষস্থান দখলের সম্ভাবনা ৬০ শতাংশ। ওয়েলসের চেয়ে শেষ ১৬-তে যাওয়ার সম্ভাবনা মার্কিন যুক্তরাষ্ট্রেরই বেশি বলে উল্লেখ করা হয়েছে।

বিশ্বকাপের বিপুল খরচ সামলেও কীভাবে আর্থিকভাবে স্ফীত ফিফা? সবচেয়ে বেশি আয় কোথা থেকে?বিশ্বকাপের বিপুল খরচ সামলেও কীভাবে আর্থিকভাবে স্ফীত ফিফা? সবচেয়ে বেশি আয় কোথা থেকে?

English summary
Opta Predicts There Is A Strong Chance For Brazil To Lift The FIFA World Cup 2022. Brazil Haven't Won The World Cup Since 2002.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X