For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডকে হারাল ওডিশা এফসি! রেফারিং নিয়ে অভিযোগ দায়ের এফসি গোয়ার

  • |
Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের জেরে টানা তিনটি ম্যাচ স্থগিত হওয়ার পর আজ স্বস্তি দিয়ে বল গড়াল আইএসএলে। ওডিশা এফসি নর্থইস্ট ইউনাইটেডকে পরাস্ত করে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এল। এদিকে, কাল এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে রেফারিং নিয়ে এআইএফএ-র রেফারিং বিভাগে অভিযোগ দায়ের করেছে এফসি গোয়া।

আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডকে হারাল ওডিশা এফসি!

আজ মারগাওয়ের ফতোরদায় যেমন ওডিশা এফসিকে প্লে অফের দৌড়ে রেখে দিল, তেমনই পথটা কঠিন হয়ে গেল নর্থইস্ট ইউনাইটেড এফসির জন্য। ১৭ মিনিটে ড্যানিয়েল লালিমপুইয়ার গোলে এগিয়ে যায় ওডিশা এফসি। ২২ মিনিটে আরিদাই সুয়ারেজ ব্যবধান বাড়ান। এদিনের ম্যাচের শুরুটা বেশ ভালোই করেছিল নর্থইস্ট। কিন্তু পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোলে সব পরিকল্পনা ওলটপালট হয়ে যায়। সুয়ারেজ নিজে দ্বিতীয় গোলটি করলেও প্রথম গোলের ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে।

আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডকে হারাল ওডিশা এফসি!

বাঁ প্রান্ত থেকে বল ধরে মার্কারকে পরাস্ত করে গোলের কাছে নীচু ক্রস ভাসিয়েছিলেন সুয়ারেজ। যা জালে জড়াতে কোনও ভুল করেননি লালিমপুইয়া। দ্বিতীয় গোলটির ক্ষেত্রে অ্যাসিস্ট হাভিয়ের এর্নান্দেজের। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি খালিদ জামিলের দল। বিরতিতে ২-০ গোলেই এগিয়ে ছিল ওডিশা এফসি। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নর্থইস্ট। কাউন্টার অ্যাটাকে বিপজ্জনক হয়ে উঠছিল ওডিশাও। নন্দকুমার সেকার ও লিরিডন ক্রাসনিকি দুটি ভালো সুযোগ নষ্ট না করলে ওডিশার জয়ের ব্যবধান বাড়তেও পারত। দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচের শেষ লগ্নে অফ সাইডের কারণে নর্থইস্ট বল ওডিশার জালে জড়ালেও গোল পায়নি।

আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডকে হারাল ওডিশা এফসি!

এই ম্যাচে জয়ের ফলে এটিকে মোহনবাগানকে ছয়ে নামিয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এল ওডিশা এফসি। ১২ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে রইল নর্থইস্ট ইউনাইটেড এফসি। কাল নয়ে থাকা এফসি গোয়ার প্রতিপক্ষ একেবারে তলানিতে থাকা এসসি ইস্টবেঙ্গল।

তার আগে রেফারিংয়ের মান নিয়ে এআইএফএফের কাছে অভিযোগ দায়ের করেছে এফসি গোয়া। কেরালা ব্লাস্টার্স এফসি ও নর্থইস্টের বিরুদ্ধে তাদের ম্যাচে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সংশয় থাকায় তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে। নর্থইস্টের বিরুদ্ধে গোল বাতিলের কারণও তার অন্যতম। কেরালা ব্লাস্টার্স ম্যাচে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তটিও মানতে পারছে না এফসি গোয়া। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এফসি গোয়া রয়েছে নবম স্থানে। এসসি ইস্টবেঙ্গলের ঝুলিতে ১১ ম্য়াচের শেষে ৬ পয়েন্ট।

English summary
Odisha FC Beat NorthEast United FC To Claim Fifth Spot Of ISL Points Table. FC Goa Lodged A Formal Complaint With The AIFF Referees’ Dept Regarding The Standard Of Refereeing.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X