For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জার্সিতে 'মারাদোনা ১০' লিখে ফুটবল ঈশ্বরকে বিশেষ শ্রদ্ধা ফুটবলারদের

জার্সিতে 'মারাদোনা ১০' লিখে ফুটবল ঈশ্বরকে বিশেষ শ্রদ্ধা ফুটবলারদের

  • |
Google Oneindia Bengali News

কিংবদন্তি মারোদোনার প্রয়াণের পর মাঠে ফিরতে ফুটবলঈশ্বরকে বিশেষ শ্রদ্ধা নাপোলি টিমের। বুধবার রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমে দিয়েগো মারাদোনা। তাঁর প্রয়াণে গোটা বিশ্ব শোকস্তব্ধ। ডাক্তারদের লড়াই কড়ার মতো সময়টুকু দেননি দিয়েগো। তাঁর প্রয়াণে বিশ্বজুড়ে শোকপ্রকাশ করছে ফুটবলদুনিয়া।

মারাদোনাকে শ্রদ্ধাজ্ঞাপন নাপোলির

মারাদোনাকে শ্রদ্ধাজ্ঞাপন নাপোলির

এবার অভিনব শ্রদ্ধাজ্ঞাপন নাপোলি দলের। কিংবদন্তির প্রয়াণের পর বৃহস্পতিবার ম্যাচ খেলে নাপোলি। সেই ম্যাচে নাপোলি দলের ফুটবলাররা জার্সিতে 'মারাদোনা ১০' লিখে মাঠে নামেন।

কিংবদন্তির প্রয়াণের পর এই প্রথম মাঠে নামল নাপোলি

কিংবদন্তির প্রয়াণের পর এই প্রথম মাঠে নামল নাপোলি

সেই সঙ্গে নীরবতা পালন থেকে হাতে কালো ব্যান্ড পরে ফুটবলাররা ম্যাচ খেলেছেন। বৃহস্পতিবার গভীর রাতে ইউরোপা লিগে রিজেকার বিরুদ্ধে ম্যাচে নাপোলি ২-০ ব্যবধানে মহারণ জেতে। এই জয় প্রয়াত মারাদোনাকে উৎসর্গ করেছে ক্লাব।

ক্লাব ফুটবলে নাপোলির হয়ে সবচেয়ে বেশি গোল মারাদোনার

ক্লাব ফুটবলে নাপোলির হয়ে সবচেয়ে বেশি গোল মারাদোনার

প্রসঙ্গত ক্লাব ফুটবলে দীর্ঘ সময় ধরে ইতালির নাপোলিতে বল পায়ে যাদু দেখিয়েছিলেন মারাদোনা। ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত নাপোলির জার্সিতে মারাদোনা ১৮৮টি ম্যাচ খেলেন। ইতালির এই ক্লাবের হয়ে মারাদোনার ৮১টি গোল রয়েছে। ক্লাব ফুটবলে নাপোলির হয়েই মারাদোনা সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন।

শনিবার শেষকৃত্য মারাদোনার

শনিবার শেষকৃত্য মারাদোনার

অন্যদিকে শনিবার মারাদোনার শেষকৃত্যের অনুষ্ঠান রয়েছেন। ফুটবল ঈশ্বরের প্রয়াণের পর বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত আর্জেন্তিনায় রাষ্ট্রীয় শোক পালন চলবে। কিংবদন্তির প্রয়াণে ফুটবলদুনিয়ায় গভীর ক্ষতের সৃষ্টি হল।

ডার্বি যুদ্ধে মাঠে নামার আগে ফুটবল ঈশ্বরকে স্মরণ, মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে সাদা কালো ছবি পোস্ট হাবাসেরডার্বি যুদ্ধে মাঠে নামার আগে ফুটবল ঈশ্বরকে স্মরণ, মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে সাদা কালো ছবি পোস্ট হাবাসের

English summary
Napoli footballers pay tribute to legend Maradona with Diego Maradona's no 10 jersey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X