আইএসএল ২০২০-২১ : বছর শুরুর ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দাপুটে জয় মুম্বই সিটি এফসি-র
২০২১-এর প্রথম আইএসএল ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করল মুম্বই সিটি এফসি। ভাল খেলেও ০-২ গোলে হেরে মাঠ ছাড়তে হল কিবু ভিকুনার দলকে। এই জয়ের ফলে ৮ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে এটিকে মোহনবাগানকে টপকে ফের লিগ তালিকার প্রথম স্থানে উঠে এসেছে অ্যাডাম লে ফনড্রে শিবির। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার নবম স্থানেই দাঁড়িয়ে রইল কেরালা ব্লাস্টার্স।

ম্যাচের প্রথমার্ধের শুরু থেকে জয়ের তাগিদ চোখে পড়ে কেরালা ব্লাস্টার্সের খেলায়। তবে আচমকাই তারা খেই হারিয়ে ফেলে। উল্টে কেরলের গোলমুখে আক্রমণের ঝড় তুলতে থাকে মুম্বই সিটি এফসি। প্রতিপক্ষের মুহুর্মুহ আক্রমণে চাপে পড়ে ভুল করে বসে কেরালা ব্লাস্টার্সের রক্ষণ বিভাগ। তিন মিনিটের মাথায় পেনাল্টি পেয়ে যায় মুম্বই। স্পট কিক থেকে গোল দিতে কোনও ভুল করেননি অ্যাজাম লে ফনড্রে। চলতি আইএসএলে এটি তাঁর ষষ্ঠ গোল।
এক গোলে এগিয়ে থাকা মুম্বই সিটি এফসি আক্রমণে আরও গতি বাড়ায়। প্রতি আক্রমণে উঠে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও সফলতা পায়নি কেরালা ব্লাস্টার্স। ইতিমধ্যে পরিকল্পিত আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নেয় মুম্বই। ১১ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল দেন হুগো বৌমৌস। চেষ্টা করেও প্রথমার্ধে গোলের ব্যবধান কমাতে পারেনি কেরালা ব্লাস্টার্স। ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মুম্বই।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁঝ বাড়ায় কেরালা ব্লাস্টার্স। মরিয়া হয়ে মুম্বই সিটি এফসি-র রক্ষণভাগে চাপ বাড়াতে থাকে কিবু ভিকুনা শিবির। তিন বার বল জালে জড়িয়ে দিলেও অফ সাইডের জন্য গোলগুলি বাতিল করে দেন রেফারি। খেলার গতির বিরুদ্ধে প্রতি-আক্রমণে উঠে বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যায় মুম্বইও। ম্যাচের ৭০ মিনিটের মাথায় পেনাল্টি ফের পেনাল্টি পেয়ে যায় সিটি। যদিও দুর্দান্ত দক্ষতায় হুগো বৌমৌসের শট বাঁচিয়ে দেন কেরালার গোলরক্ষক আলবিনো গোমস।
অন্যদিকে দ্বিতীয়ার্ধে গোলের একাধিক সুযোগ তৈরি করেও ব্যর্থ হয়েই মাঠ ছাড়তে হয় সাহাল আব্দুল সামাদের কেরালা ব্লাস্টার্সকে। ২-০ গোলে ম্যাচ জিতে স্বস্তির নিঃশ্বাস নিয়ে মাঠ ছাড়ে মুম্বই সিটি এফসি।