
ISL: মুম্বই সিটি এফসি পৌঁছে গেল পয়েন্ট তালিকার শীর্ষে, কেরালা ব্লাস্টার্সের জালে চার গোল
আইএসএলের ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসিকে উড়িয়ে দিল মুম্বই সিটি এফসি। মুম্বই ফুটবল অ্যারেনায় মুম্বইয়ের জয় এলো ৪-০ গোলে। প্রথমার্ধেই ১৮ মিনিটের ব্যবধানে হলো চার-চারটি গোল। জোড়া গোল জর্জ পেরেইরা ডিয়াজের। এই জয়ের দৌলতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করল মুম্বই সিটি এফসি।

এই ম্যাচটি ছিল পয়েন্ট তালিকার দুই ও তিন নম্বর দলের মধ্যে। কেরালা ব্লাস্টার্স জিতলে মুম্বই সিটি এফসির সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনতে পারতো। ম্যাচের ৪ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ডিয়াজ। ১০ মিনিটের মাথায় মুম্বই সিটি এফসি-র ব্যবধান বাড়ান গ্রেগ স্টুয়ার্ট। ১৬ মিনিটের মাথায় ম্যাচ ৩-০ করেন বিপিন সিং। ২২ মিনিটের ডিয়াজের দ্বিতীয় তথা মুম্বই সিটি এফসির চতুর্থ গোল।
বিরতিতে ৪-০ গোলেই এগিয়ে ছিল মুম্বই সিটি এফসি। তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল ম্যাচের সম্ভাব্য ফলাফল। এই ম্যাচে সমতা ফেরানোর মতো অবস্থাতেই ছিল না কেরালা ব্লাস্টার্স। দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হজম অবশ্য তাদের করতে হয়নি। তাহলে লজ্জা বাড়তে পারতো। তারা নিজেরাও একটিও গোল করতে পারেনি। আগাগোড়া দাপট দেখিয়েই তিন পয়েন্ট ঝুলিতে পুরল মুম্বই সিটি এফসি। ম্য়াচের সেরার পুরস্কারটি পেয়েছেন ডিয়াজ।
এই জয়ের সুবাদে ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১ নম্বর জায়গাটি দখল করল মুম্বই। হায়দরাবাদ এফসি নেমে গেল দুইয়ে। ১৩ ম্য়াচে ৩১ পয়েন্ট রয়েছে নিজামের শহরের দলটির। তিনে থাকা কেরালা ব্লাস্টার্স এফসির ১৩ ম্যাচে রয়েছে ২৫ পয়েন্ট। আইএসএলের ১৪তম সপ্তাহের খেলা এদিনই সমাপ্ত হলো। ১৫তম সপ্তাহের প্রথম খেলায় ১২ জানুয়ারি হায়দরাবাদ এফসি মুখোমুখি হবে চেন্নাইয়িন এফসির।