For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এটিকে মোহনবাগানে খেলা মার্সেলিনহো ও মুম্বই সিটি-র লে ফন্দ্রে আইএসএল ছাড়লেন

  • |
Google Oneindia Bengali News

বিগত আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বই সিটি এফসি। উইনার্স শিল্ডও জেতে। তবে ফাইনালিস্ট দুই দলের দুই তারকা স্ট্রাইকার আইএসএল না খেলার সিদ্ধান্ত নিলেন। ব্রাজিলিয়ান মার্সেলিনহোকে রাখতে এটিকে এমবি আগ্রহ না দেখানোয় তিনি সই করলেন ব্রাজিলেরই ক্লাবে। সবুজ মেরুন জার্সি ছেড়ে তিনি পরবেন নীল-সাদা জার্সি! অন্যদিকে, মুম্বই সিটি এফসি-র সাফল্যের পিছনে অন্যতম বড় ভূমিকা নেওয়া অ্যাডাম লে ফন্দ্রে ফিরে গেলেন সিডনি এফসি-তে।

মার্সেলিনহো ও লে ফন্দ্রে আইএসএল ছাড়লেন

(ছবি- এটিকে মোহনবাগান)

গত আইএসএলে ১৬টি ম্যাচে ২টি গোল করেছিলেন ৩৩ বছরের মার্সেলিনহো। সবমিলিয়ে আইএসএলে ৭৯টি ম্যাচ খেলেছেন ব্রাজিলীয় এই ফরওয়ার্ড। ৩৩টি গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৮ বার। আইএসএলে ২০টি হলুদ কার্ড ও তিনবার লাল কার্ড দেখেছেন। ২০১৬ সালে দিল্লি ডাইনামোস এফসি-তে খেলতে এসেছিলেন ব্রাজিলিয়ান মার্সেলিনহো। পরের বছর জানুয়ারিতে তিনি চলে যান আভাই এফসিতে। কিন্তু ওই বছরই অগাস্টে তিনি ফের আইএসএলের আসরে ফিরে এসে পুনে সিটির হয়ে খেলেন। ২০১৯ সালে যোগ দেন হায়দরাবাদ এফসিতে। পরের বছর হায়দরাবাদ ছেড়ে চলে আসেন ওডিশা এফসিতে। চলতি বছর জানুয়ারিতে তাঁকে লোনে নেয় এটিকে মোহনবাগান। আইএসএলের শেষে লোনের মেয়াদও শেষ হয়। কিন্তু আপাতত আর মার্সেলিনহোকে আইএসএলে দেখা যাবে না।

গতকালই তাঁর সঙ্গে চুক্তি হয়েছে ব্রাজিলিয়ান ক্লাব এস্পোর্ট ক্ল্যুব তাওবাটির। ব্রাজিলের সাও পাওলোর এই ক্লাবটি সাও পাওলোর স্টেট ফুটবল লিগের দ্বিতীয় স্তরের ক্যাম্পেওনাতো পাউলিস্তা সিরি আর-২-তে প্রতিদ্বন্দ্বিতা করে। এই দলের জার্সির রং নীল-সাদা। ১৯১৪ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবের ম্যাসকট গাধা।

মার্সেলিনহো ও লে ফন্দ্রে আইএসএল ছাড়লেন

এদিকে, মুম্বই সিটি এফসি-কে গত আইএসএলে উইনার্স শিল্ড জেতানো, চ্যাম্পিয়ন করা এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করানোর পিছনে বড় অবদান রাখা ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার অ্যাডাম লে ফন্দ্রে সিডনি এফসি-তে যোগ দিয়েছেন। তাঁর সঙ্গে আড়াই বছরের চুক্তি হয়েছে এ লিগে খেলা দলটির। মুম্বই সিটি এফসি-তে খেলতে আসার আগে সিডনি এফসি-র হয়েই খেলতেন ফন্দ্রে। তিনি বলেছেন, ঘরের ফেরার অনুভূতি হচ্ছে। তাছাড়া আগেরবারের চেয়েও দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। ফলে অসাধারণ ভালো অনুভূতি হচ্ছে।

সিডনি এফসি-তে দুই মরশুম খেলে দুবারই সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ফন্দ্রে। যার ফলে ক্লাব দুটি চ্যাম্পিয়নশিপ ও প্রিমিয়ার প্লেট খেতাব জেতে। সিডনির হয়ে ৬৮টি ম্যাচে ফন্দ্রের গোলের সংখ্যা ৪৫টি। সের্জিও লোবেরার মুম্বই সিটির হয়ে হয়ে আইএসএলে তিনি ২৩টি ম্যাচে ১১টি গোল করেন, অ্যাসিস্ট একটি। হুগো, ওগবেচে-র সঙ্গে জুটি বেঁধে মুম্বই সিটির আক্রমণভাগকে জোরালো করেছিলেন তিনি। শীঘ্রই সিডনি পৌঁছে ১৪ দিনের কোয়ারান্টিন পর্ব কাটিয়ে দলের সঙ্গে যোগ দেবেন ফন্দ্রে।

English summary
Marcelinho, Who Has Played For ATK Mohun Bagan, Signs For Brazilan Club EC Taubate. Mumbai City FC Striker Le Fondre Returns Back To Sydney FC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X