আইএসএলে চেন্নাইয়িন এফসিকে চূর্ণ করে পয়েন্ট তালিকার তিনে কেরালা ব্লাস্টার্স, জমে গেল লিগের দৌড়
আইএসএলে লিগের লড়াই ক্রমেই জমে উঠছে। আজ চেন্নাইয়িন এফসিকে ৩-০ গোলে চূর্ণ করল কেরালা ব্লাস্টার্স এফসি। এই জয়ের সুবাদে তারা উঠে এল পয়েন্ট তালিকার তিন নম্বরে। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে। হায়দরাবাদ এফসি চারে ও চেন্নাইয়িন এফসি ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে। প্রথমার্ধেই হয় দুটি গোল। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় কেরালা ব্লাস্টার্স।

আজ তিলক ময়দানে আগাগোড়া আধিপত্য বজায় রেখেই খেলে কেরালা ব্লাস্টার্স এফসি। ৯ মিনিটের মাথায় জর্জ দিয়াজের গোলে এগিয়ে গিয়েছিল তারা। ৩৮ মিনিটে কেরালাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সাহাল সামাদ। প্রথম প্রচেষ্টা প্রতিহত হয়ে ফিরে এলে ফিরতি বল ধরে শট নিয়ে দলকে এগিয়ে দেন তিনি। ৭৯ মিনিটের মাথায় ব্যবধানে দর্শনীয় গোল করেন আদ্রিয়ান লুনা। সারা ম্যাচে চেন্নাইয়িন এফসি কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। এদিন যোগ্য দল হিসেবেই জয়লাভ করেছে কেরালা ব্লাস্টার্স এফসি। ম্যাচে ফেরার এতটুকু সুযোগ দেয়নি প্রতিপক্ষকে।

এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ২-৪ গোলে পরাজয় দিয়ে আইএসএল অভিযান শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স। এরপর নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর বেঙ্গালুরু-কেরালা ম্যাচ ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ওডিশা এফসিকে ২-১ গোলে হারানোর পর এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কেরালা ব্লাস্টার্সের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। গত রবিবার লিগশীর্ষে থাকা মুম্বই সিটি এফসিকে ৩-০ গোলে পরাস্ত করার পর ফের একই ব্যবধানে আজ জয় পেল কেরালা ব্লাস্টার্স। অন্যদিকে, চেন্নাইয়িন এফসি প্রথম দুটি ম্যাচে হায়দরাবাদ এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসিকে যথাক্রমে ১-০ ও ২-১ গোলে হারিয়েছিল। লাল হলুদের বিরুদ্ধে তারা গোলশূন্য ড্র করে। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে চেন্নাইয়িনের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এরপর মুম্বই সিটি এফসির কাছে ১ গোলে হারার পর ওডিশা এফসিকে ২-১ গোলে হারিয়েছিল চেন্নাইয়িন। তবে এদিন ০-৩ গোলে পরাজয় কেরালার কাছে।

২৬ ডিসেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসির। কেরালা ও জামশেদপুরের পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যে জামশেদপুর এফসি এগিয়ে থেকে রয়েছে দুইয়ে। মুম্বই সিটির পয়েন্ট ১৫। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রইল হায়দরাবাদ এফসি। চেন্নাইয়িন এফসির সাত ম্যাচের পর পয়েন্ট দাঁড়িয়ে রইল ১১-এ। ৩০ ডিসেম্বর চেন্নাইয়িন এফসি খেলবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে।