For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ বছরের স্বপ্নপূরণ কাইয়ের, কান্তেকেই বিশ্বসেরা মিডফিল্ডার বললেন চেলসি অধিনায়ক

Google Oneindia Bengali News

ম্যাঞ্চেস্টার সিটি বস হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ অধরাই রইল পেপ গুয়ার্দিওলার কাছে। মেন্টর পেপকে মাত দিয়ে টসাস টুচেলের প্রশিক্ষণাধীন চেলসি ২০১২ সালের দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেল। আর এই জয়ের পিছনে রইলেন দুই প্রধান কারিগর। ৪২ মিনিটে জয়সূচক গোল করা দলের সবচেয়ে দামি ফুটবলার কাই হার্ভেৎজ। আর অবশ্যই এনগোলো কান্তে।

কান্তেকেই বিশ্বসেরা মিডফিল্ডার বললেন চেলসি অধিনায়ক

সেমিফাইনালের দুই লেগের পর পোর্তোয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও ম্যাচের সেরার পুরস্কার পেলেন ফ্রান্সের এনগোলো কান্তে। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন। আগে ছিলেন লেস্টার সিটিতে। চেলসিতে এসে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের পাশাপাশি তাঁর ফুটবল কেরিয়ারে ইউরোপা লিগ, প্রিমিয়ার লিগ জয়ের অভিজ্ঞতাও রয়েছে। ইউরোপের সেরা হওয়ার দৌড়ে সেমিফাইনালের দুই লেগ ও ফাইনালে মিডফিল্ডার কান্তের সেরা হওয়ার ঘটনা নিঃসন্দেহে নজিরবিহীন।

চেলসি অধিনায়ক তো প্রকাশ্যেই বলে দিলেন, কান্তেই বর্তমানে বিশ্বের সেরা মিডফিল্ডার। তাঁর এনার্জি দেখার মতো। যেভাবে ফাইনালেও বিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নিয়েছেন অগুণতিবার তা মনে রাখার মতো। ক্ষিপ্র গতিতে অনেকটা জায়গা নিয়ে খেলেন কান্তে। তাঁকে দলে পাওয়া সত্যিই আমাদের কাছে স্পেশ্যাল। তিনি যখন দলে থাকেন না তাঁকে মিস করি। সবথেকে যেটা উল্লেখযোগ্য, বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতার পরও ব্যক্তি হিসেবে কান্তে অসম্ভব নম্র, যেটা শিক্ষণীয়।

কান্তেকেই বিশ্বসেরা মিডফিল্ডার বললেন চেলসি অধিনায়ক

চেলসি অধিনায়ক আরও বলেন, আমাদের দলে প্রথম একাদশে সুযোগ পাওয়ার নিরিখে যথেষ্ট সুস্থ প্রতিযোগিতা রয়েছে। কেউ বাদ পড়লেও ইগো সমস্যা থাকে না। সকলেই দলের ভালোর জন্য নিজের সেরাটা দিতে সব সময় প্রস্তুত থাকেন। ফাইনালেও টিমো, ম্যাসন, কাই, ক্রিশ্চিয়ান এদিন অসাধারণ খেলেছেন। আমি নিজে ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ের পর চেলসিতে আসি। ২০১২ সালের জয়ের পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিলাম। কয়েক মাস আগেও অনেকে আমাদের দলের দক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করছিলেন। ফলে স্বাভাবিকভাবেই দলগত সংহতিতে ভর করে এই খেতাব আমাদের তৃপ্তি দিচ্ছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

কাপ জয়ের সেলিব্রেশনে ড্রেসিংরুমে চলল বিয়ার স্নান করে ফুটবলারদের উদ্দাম নাচ। পিএসজি-তে থেকে ছাঁটাই হওয়ার ১৫৬ দিন পরেই চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত টুচেল। জয়সূচক গোল করা ২১ বছরের জার্মান হাভের্ৎজ বলেছেন, ১৫ বছর ধরে এই দিনটারই অপেক্ষায় ছিলাম। ফাইনাল-সহ ৯টি গোল করলেন চেলসির হয়ে। ৭০ মিলিয়ন ইউরোতে তাঁকে দলে নিয়েছিল চেলসি। সবচেয়ে দামি হাভের্ৎজের দক্ষতা নিয়ে তবু অনেকেই সন্দিহান ছিলেন। সব সমালোচনার জবাব দিলেন চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতিয়ে। তিনি আরও বলেন, আমি অভিভূত। বাবা-মা, ঠাকুমা আর বান্ধবীকে ধন্যবাদ জানাব। যাঁর পাস থেকে হাভের্ৎজ গোল করেন সেই ২২ বছরের মাউন্ট ম্যাসন বলেন, আমরাই বিশ্বের সেরা দল। চেলসির হয়ে দুটি ফাইনাল খেলে হেরেছিলাম। তাই এই খেতাব ঘরে তুলতে মরিয়া ছিলাম।

English summary
N'Golo Kante Is The Best Midfielder In The World Says Chelsea Captain Azpilicueta. Chelsea Beat Manchester City To Clinch UEFA Champions League. Kai Havertz Scores The Winning Goal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X