ডার্বির রঙ সবুজ-মেরুন, সপ্তাহ ঘুরতে ৬ পয়েন্টে শীর্ষে এটিকে মোহনবাগান, দুই প্রধানের পরের ৩ ম্যাচ কবে
ঐতিহাসিক ডার্বির রঙ সবুজ-মেরুন। আইএসএলের প্রথম ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলকে জোডা় গোলে হারিয়ে দুরন্ত জয় এটিকে মোহনবাগানের। ম্যাচের দুই গোলই দ্বিতীয়ার্ধে এসেছে।
দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটের মাথায় হাভি হার্নান্ডেজের ক্রশ থেকে গোল রয় কৃষ্ণ'র। কেরালা ব্লাষ্টারের বিরুদ্ধে প্রথম ম্যাচে গোল করে ত্রাতা হয়েছিলেন। কেরিয়ারের প্রথম কলকাতা ডার্বিতেও গোল পেলেন। বাঁ পায়ের জোরালো শটে ইস্টবেঙ্গলের জালে বল জড়ান কৃষ্ণ। সেই গোলেই ১-০ এগিয়ে যায় এটিকে মোহনবাগান।

এরপর দ্বিতীয়ার্ধের শেষ দিকে একক প্রচেষ্টায় ৮৫ মিনিটে দুরন্ত গোল মনবীর সিংয়ের। ২৫ বছরের তরুণ স্ট্রাইকার এদিন ডান দিক দিয়ে বক্সে ঢুকে এসে কাট করে বাঁ পায়ের শটে জালে বল রাখেন। শেষ পর্যন্ত ২-০ গোলে মহারণ জিতে, আইএসএলের ইতিহাসের প্রথম ডার্বি জিতে নিল এটিকে মোহনবাগান। শেষ পর্যন্ত স্প্যানিশ বনাম ব্রিটিশ কোচের মস্তিষ্কের লড়াই জেতায় এটিকে মোহনবাগানের হাবাসের মুকুটে জুড়ে গেল নতুন পালক।
একনজরে দুই দল পরের তিন ম্যাচ কবে খেলবে জেনে নেওয়া যাক
ডার্বি ম্যাচে হার দিয়ে লিগ শুরুর পর, আসন্ন সপ্তাহে ১ ডিসেম্বর মুম্বই সিটি এফসির বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গল ম্যাচ খেলবে। মুম্বই তাঁদের শেষ ম্যাচে গোয়াকে হারিয়ে মাঠে নামতে চলেছে। ফলে ইস্টবেঙ্গলের কাজটা সহজ নয়, বলাই যায়। মুম্বইয়ের পর শনিবার ৫ ডিসেম্বর নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ। ইতিমধ্যে তারা মুম্বইকে হারানোর পর কেরালার বিরুদ্ধে ২ গোলে পিছিয়ে থেকে ম্যাচ ড্র করে পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। এরপর ১০ ডিসেম্বর জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে নামবে রবি ফাওলার দল।
অন্যদিকে ডার্বি ম্যাচ জিতে লিগে টানা দুই ম্যাচে তিনটি করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল এটিকে মোহনবাগান। হাবাস অ্যান্ড কোম্পানি ৩ ডিসেম্বর তাঁদের পরের ম্যাচ খেলবে। এটিকে মোহনবাগানের পরের প্রতিপক্ষ ওড়িশা এফসি।
এরপর ৭ ডিসেম্বর দল জামশেদপুর ও ১১ ডিসেম্বর হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলবে। স্বভাবতই দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আইএসএলের প্রথম সপ্তাহ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থাকায় পরের ম্যাচগুলিতে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে হাবাস অ্যান্ড কোম্পানি।
আইএসএলের ম্যারাথন লিগের প্রথম সপ্তাহ ঘুরতে, ২ ম্যাচ থেকে ৬ পয়েন্টে লিগ শীর্ষে এটিকে মোহনবাগান। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নর্থ ইস্ট দ্বিতীয় স্থানে রয়েছে। ১টি করে ম্যাচ জিতে চেন্নাইয়ান ও হায়দরাবাদ তৃতীয় ও চতুর্থ স্থান রয়েছে।