ডার্বি যুদ্ধে মাঠে নামার আগে ফুটবল ঈশ্বরকে স্মরণ, মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে সাদা কালো ছবি পোস্ট হাবাসের
ডার্বি যুদ্ধে মাঠে নামার আগে কিংবদন্তি মারাদোনাকে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন এটিকে মোহনবাগান কোচ অ্যান্তোনিও হাবাসের। ভারতীয় ফুটবলে আজ ঐতিহাসিক দিন। দীর্ঘ ছয় বছরের অপেক্ষার পর আইএসএল মঞ্চে আজ ডার্বি যুদ্ধে মাঠে নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল।

এই প্রথম ডার্বি পরীক্ষায় সামনে হাবাস
আইএসএলে ঈর্ষণীয় সাফল্য রয়েছে হাবাসের। এটিকে মোহনবাগানে কোচিং করিয়ে দলকে দুবার ট্রফি দিয়েছেন। এবছর মার্জারের পর এবার হাবাস এটিকে-মোহনবাগানের কোচ। হেডস্যার হিসেবে এবার তাই বাড়তি দায়িত্বের মুখোমুখি স্প্যানিশ কোচ। সেক্ষেত্রে আইএসএলে তাঁর কাছে আজকের ডার্বি লড়াই এখন সবচেয়ে বড় মহারণ।

মারাদোনাকে স্মরণ হাবাসের
ভারতীয় ফটবলে কোচিং করানোর সুবাদে, বাঙাল-ঘটির আবেগের ডার্বি ম্যাচ ঘিরে উন্মাদনার কথা শুনলেও মেগা ম্যাচে ডাগআউটে বসা হয়নি। আজ সেই স্বপ্নপূরণ আগে কিংবদন্তি মারাদোনাকে স্মরণ হাবাসের।

বিদায় ঈশ্বর, মারাদোনহীন ফুটবল দুনিয়া
বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা। ৩০ অক্টোবর ষাটে পা দেন কিংবদন্তি। এরপর নভেম্বররে শুরুতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। মাথায় রক্ত জমাট বাঁধার কারণে সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার সফল হওয়ার কিছুদিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেলেও রিহ্যাবে ছিলেন। তার মাঝেই বাড়িতে আকস্মিক হার্ট অ্যার্টাক। চিরঘুরে চলে গেলেন ফুটবলঈশ্বর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দুনিয়া।

মারাদোনাকে শ্রদ্ধাজ্ঞাপন
ডার্বি যুদ্ধে মাঠে নামার একদিন আগে মারোদানাকে শ্রদ্ধাজ্ঞাপন করে ইনস্টাগ্রামে এটিকে মোহনবাগান কোচ হাবাস একটি সাদা কালো ছবি পোস্ট করেছেন। সেখানেই হাবাস লেখেন, 'ছবিটা রঙিন বা সাদা কালো যাই হোক না কেন, তোমার বিরুদ্ধে হোক বা তোমার খেলা দেখা হোক, মাঠে তোমাকে দেখা সবসময় আলাদা আনন্দ দেয়।'

ছবি সৌজন্যে এটিকে মোহনবাগান কোচ হাবাসের ইনস্টাগ্রাম প্রোফাইল