For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়ায় নৌকাডুবি! এফসি গোয়ার কাছে আইএসএলে প্রথমবার পরাজয় এটিকে মোহনবাগানের

Google Oneindia Bengali News

গোয়ায় নৌকাডুবি। আইএসএলের ইতিহাসে এই প্রথমবার এফসি গোয়ার কাছে পরাস্ত হলো এটিকে মোহনবাগান। আজ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এটিকে মোহনবাগানকে ৩-০ গোলে হারিয়েছে এফসি গোয়া। এই দল ছেড়েই সবুজ মেরুনের হেড কোচ হয়েছিলেন হুয়ান ফেরান্দো। ফলে এদিনের লজ্জার হার নিশ্চিতভাবেই তাঁর কাছেও বড় ধাক্কা।

বাগানের বিরুদ্ধে গোয়ার প্রথম জয়

এদিনের ম্যাচের আগে আইএসএলে এটিকে মোহনবাগান ও এফসি গোয়ার দ্বৈরথ হয়েছে চারবার। তিনবার জিতেছে এটিকে মোহনবাগান। একটি ম্যাচ ড্র হয়েছিল। দুই দলের শেষ সাক্ষাতে মনবীর সিংয়ের জোড়া গোলে আগের আইএসএলে গোয়াকে ২-০ গোলে হারিয়েছিল সবুজ মেরুন। আজকের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধেই হলো তিনটি গোল।

প্রথমার্ধ গোলশূন্য

প্রথমার্ধ গোলশূন্য

এটিকে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ অন্তত চারটি দারুণ সেভ করে প্রথমার্ধে এফসি গোয়ার অগ্রগমন রোধ করেন। প্রথম থেকেই গোল পেতে মরিয়া হয়ে উঠে একের পর এক আক্রমণ তুলে আনছিল গোয়া। মিনিট ১৫ খেলা গড়ানোর পর এটিকে মোহনবাগান ম্যাচে ফেরার চেষ্টা চালাতে থাকে। কয়েকটি সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে পারেনি। এমনকী প্রতিপক্ষ গোলকিপার ধীরজ মৈরাংথেমকে তেমন কঠিন পরীক্ষার মুখেও ফেলতে পারেননি সবুজ মেরুন ফুটবলাররা।

দ্বিতীয়ার্ধে তিন গোল

ঘরের মাঠে দর্শকদের সমর্থনে উজ্জীবিত হয়ে দ্বিতীয়ার্ধেও আক্রমণের রাস্তা থেকে সরেনি এফসি গোয়া। সুফল মেলে মিনিট পাঁচেকের মধ্যেই। ৫০ মিনিটের মাথায় ওইবানভা ডোহলিং গোল করে গোয়াকে এগিয়ে দেন। ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান মহম্মদ ফারেস আর্নাউত। ৮২ মিনিটে এফসি গোয়ার তৃতীয় গোলটি করেন নোয়াহ সাদৌই। এফসি গোয়ার রক্ষণভাগে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে ম্যাচের সেরা হয়েছেন আনোয়ার আলি।

পয়েন্ট তালিকায় কে কোথায়?

ক্লিনশিট বজায় রেখে জয় ছিনিয়ে পয়েন্ট তালিকার তিনে চলে এলো এফসি গোটা। ৬ ম্যাচে তাদের ঝুলিতে ১২ পয়েন্ট। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল এটিকে মোহনবাগান। সবুজ মেরুন ব্রিগেডের পরবর্তী ম্যাচ আগামী শনিবার, ঘরের মাঠে ফেরান্দোর দল হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামবে। হায়দরাবাদ এফসি এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। ৭ ম্যাচে তাদের ঝুলিতে রয়েছে ১৬ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে মুম্বই সিটি এফসি। এফসি গোয়ার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসির, তবে গোয়ার চেয়ে গোলপার্থক্যেও পিছিয়ে তারা। কেরালা নেমে গেল চারে। পাঁচে রয়েছে ওডিশা এফসি। তাদেরও ৬ ম্যাচে ১২ পয়েন্ট। ২৪ নভেম্বর আইএসএলের পরবর্তী ম্যাচে ওডিশা এফসি ঘরের মাঠে খেলবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে।

(ছবি- এফএসডিএল)

English summary
ISL 2022-23: FC Goa Beat ATK Mohun Bagan By 3-0 In Goa. For The First Time In ISL History, FC Goa Secured Win Against ATKMB.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X