For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ফাইনালে ওঠার লড়াইয়ে খালিদের দলের চেয়ে এগিয়ে হাবাসের এটিকে মোহনবাগানই

Google Oneindia Bengali News

আইএসএলের ফাইনালে প্রথম দল হিসেবে পৌঁছে গিয়েছে মুম্বই সিটি এফসি। ফাইনালে তাদের প্রতিপক্ষ আজ ঠিক হয়ে যাবে ফতোরদায়। সেমিফাইনালের প্রথম লেগের লড়াইয়ে ইনজুরি টাইমে গোল হজম করায় ১-১ গোলে ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল এটিকে মোহনবাগানকে। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে আজ খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেডের চেয়ে সামান্য হলেও এগিয়ে শুরু করবে এটিকে মোহনবাগান।

দুই কোচের ট্যাকটিকাল লড়াই

দুই কোচের ট্যাকটিকাল লড়াই

প্রথম লেগ ড্র হওয়ায় সেমিফাইনালের দ্বিতীয় লেগ নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকলে ম্যাচ অতিরিক্ত সময় হয়ে গড়াতে পারে টাইব্রেকারে, এমনকী সাডেন ডেথেও। লড়াই যে তুল্যমূল্য হবে তা নিশ্চিত। পরিসংখ্যান বলছেন, এটিকে মোহনবাগান কো আন্তোনিও লোপেজ হাবাস কখনও দ্বিতীয় লেগের সেমিফাইনাল ম্যাচ হারেননি। আবার কঠিন চ্যালেঞ্জ নিয়ে দেশীয় কোচ খালিদ জামিল তাঁর দলকে পৌঁছে দিয়েছেন শেষ চারে। কোচ হিসেবে খালিদ এবারের আইপিএলে এখনও অবধি অপরাজেয়। দুই কোচের ট্যাকটিকাল লড়াই গড়ে দেবে ম্যাচের ভাগ্য। তবে হাবাস বলছেন, দুই দলই যখন এই জায়গায় এসেছে তখন দুই দলের মধ্যে পার্থক্য থাকলেও তা সামান্যই। মাঠে ট্যাকটিকাল পরিকল্পনাগুলি সফলভাবে যারা প্রয়োগ করতে পারবে জিততে তারাই।

ফুটবলারদের পাশেই হাবাস

ফুটবলারদের পাশেই হাবাস

দুই দলের এবারের আইপিএলে পারস্পরিক সাক্ষাতে একবার জিতেছে এটিকে মোহনবাগান, একবার নর্থ ইস্ট। সেমিফাইনালের প্রথম লেগ ড্র হয়েছে। প্রথম সাক্ষাতে এটিকে মোহনবাগান ২-০ গোলে জয় পেলেও ফিরতি ম্যাচে নর্থ ইস্ট জেতে ২-১ ব্যবধানে। সেমিফাইনালের প্রথম লেগে ডেভিড উইলিয়ামসের গোলে প্রথমে বাগান এগিয়ে গেলেন ম্যাচ শেষের আগে ইনজুরি টাইমের চার মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান সিল্লা। তবু ফুটবলারদের পাশে থেকে হাবাস বলেছেন, একটা ম্যাচে ছোট ভুল হতেই পারে। তা ম্যাচের ফলেও প্রভাব ফেলে। তবে আজ মরণ বাঁচন লড়াইয়ের আগে ফুটবলারদের বলেছি সেমিফাইনাল বড় ম্যাচ। ফাইনাল ওঠার এটাই শেষ সুযোগ। ফলে খোলা মনে সেমিফাইনাল উপভোগ করো। তবে বাগান শিবিরকে কিছুটা উদ্বেগে রাখবে কলকাতা ডার্বিতে জয়ের পর আর জয়ের মুখ দেখেনি হাবাসের দল। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ২-২ গোলে ড্র হয়েছিল। এরপর বাগানকে ২-০ গোলে হারিয়ে লিগশীর্ষে চলে যায় মুম্বই সিটি এফসি। ফের আজ জয়ের সরণিতে ফিরতে মরিয়া এটিকে মোহনবাগান।

বাগানের সম্ভাব্য প্রথম একাদশ

বাগানের সম্ভাব্য প্রথম একাদশ


এটিকে মোহনবাগানে এডু গার্সিয়া ও মাইকেল সুসাইরাজের চোট রয়েছে। চোটের কারণে অনিশ্চয়তা রয়েছে সন্দেশ ঝিঙ্গানের খেলা নিয়েও। তিরি-র খেলার সম্ভাবনা থাকলেও তা নিয়ে ধোঁয়াশা রেখে হাবাস জানিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ম্যাচের আগেই। চার-চার-দুই ছকেই দল নামাতে চলেছেন তিনি। গোলে অরিন্দম। রক্ষণে শুভাশিস বোস, ম্যাকহিউ, প্রীতম ও প্রবীর। মাঝমাঠে জাভি, লেনি, উইলিয়ামস ও মনবীর। আক্রমণভাগে রয় কৃষ্ণ ও মার্সেলিনহো। গোলের জন্য তাঁদের দিকেই তাকিয়ে বাগান।

নর্থ ইস্টের সম্ভাব্য প্রথম একাদশ

নর্থ ইস্টের সম্ভাব্য প্রথম একাদশ

এটিকে মোহনবাগানের মতো কার্ড সমস্যা নেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-রও। চোট সমস্যাও সেভাবে নেই। তবে কিছটা অনিশ্চয়তা রয়েছে দেশর্ন ব্রাউনকে নিয়ে। খালিদ জামিল প্রথম একাদশে তেমন বড় রদবদল আনছেন না। ৪-২-৩-১ ছকে দল নামাতে পারেন তিনি। তিন কাঠির নীচে শুভাশিস রায়চৌধুরী। রক্ষণে গুরজিন্দর, মশহুর, ল্যাম্বট ও আশুতোষ। মাঝমাঠে একটু পিছনে কামারা ও আপুইয়ার সামনে থাকবেন মাচাদো, গ্যায়েগো ও সুহের। আক্রমণভাগে নেতৃত্ব দেবেন ইদ্রিসা সিল্লা।

English summary
Mumbai City FC Reached ISL Final. They Will Face Either ATK Mohun Bagan Or North East United . But Habas's Team Will Start As Favortie Against Khalid Jamil's Team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X