isl 2020 21 mumbai city fc fc goa football football news sports আইএসএল ২০২০ ২১ মুম্বই সিটি এফসি এফসি গোয়া ফুটবল খেলা
আইএসএলের সেমিফাইনালে কেমন দল নিয়ে আসর মাত করতে পারে মুম্বই ও গোয়া
আইএসএলের প্রথম সেমিফাইনালে স্থানীয় দল এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে মুম্বই সিটি এফসি। যারা জিতবে তারা গোলের এগ্রিগেটে অন্য দলের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে। দ্বিতীয় লেগে সেই ব্যবধান ঘুঁচিয়ে নতুন গোলের নিরিখে টেক্কা দিতে হবে পিছিয়ে থাকা দলকে। ফলে মুম্বই ও গোয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ফুটবল প্রেমীরা। তার আগে দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে, তার একটা ধারণা নেওয়া যাক।

মুম্বই সিটি এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ
অমরিন্দর সিং (গোলরক্ষক), আমেয় রানাওয়াড়ে, মউরতাদা ফল, হেরনান সান্টানা, মান্দার রাও দেশাই, রাওলিন বোর্জেস, আহমেদ জাহৌ, হুগো বউমোস, রেনিয়ার ফার্নান্ডেজ, বিপিন সিং, অ্যাডাম লে ফনড্রে।

এফসি গোয়ার সম্ভাব্য প্রথম একাদশ
ধীরাজ সিং (গোলরক্ষক), জেমিস দোনাচি, আদিল খান, সেভিয়র গামা, সেরিটন ফার্নান্ডেজ, আলেকজান্ডার জেসুরাজ, এডু বেদিয়া, গ্লান মার্টিজ, রিদিম টিয়াং, ইগর আনগুলো, জর্জ অর্টিজ।

কোথায় হবে ম্যাচ
চলতি আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হবে এফসি গোয়া। গোয়ার মারগাঁও-এর ফতোরদা স্টেডিয়ামে হবে ম্যাচ। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে খেলা।

কোথায় দেখা যাবে খেলা
মুম্বই সিটি এফসি ও এফসি গোয়ার মধ্যে হাই-ভোল্টেজ ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার নেটওয়ার্কে দেখা যাবে। জিও টিভি এবং ডিজনি + হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ফুটবল প্রেমীরা।