For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ২০২০-২১ : শক্তিশালী মুম্বইকে আটকে দিল লড়াকু চেন্নাইইন, খেলার ফল ১-১

আইএসএল ২০২০-২১ : শক্তিশালী মুম্বইকে আটকে দিল লড়াকু চেন্নাইইন, খেলার ফল ১-১

  • |
Google Oneindia Bengali News

আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী মুম্বই সিটি এফসি-কে আটকে দিল চেন্নাইইন এফসি। প্রথমার্ধে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে গোল শোধ দেয় দুর্দান্ত ছন্দে থাকা চেন্নাই। ১-১ ফলাফলে শেষ হয় হাড্ডাহাড্ডি ম্যাচ। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে রয়েছে মুম্বই সিটি এফসি। ১৪ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার পঞ্চম স্থানে উঠে এল চেন্নাইইন এফসি।

আইএসএল ২০২০-২১ : শক্তিশালী মুম্বইকে আটকে দিল লড়াকু চেন্নাইইন, খেলার ফল ১-১

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। প্রথম ২০ মিনিটে মুম্বই সিটি এফসি-র গোলমুখে আক্রমণের বন্যা বইয়ে দেয় চেন্নাইইন এফসি। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও যায় অভিনেতা অভিষেক বচ্চনের দল। তালমিলের অভাবে প্রতিবারই সুযোগ হাতছাড়া করে লালরিনজুয়ালা ছাংগতে শিবির।

অন্যদিকে ২১ মিনিটে দুর্দান্ত পরিকল্পিত আক্রমণের সুযোগ তুলে নেয় মুম্বই সিটি এফসি। গোল করতে ভুল করেননি বার্থেলোমেউ ওগেবেছে। এক গোলে পিছিয়ে পড়ে মুম্বইয়ের গোলমুখে চাপ বাড়ায় চেন্নাইইন এফসি। তবে গোল করতে ব্যর্থ হয়। ফলে প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকে মুম্বই সিটি এফসি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় চেন্নাইইন এফসি। গোল শোধ দিতে মরিয়া ওঠা অভিনেতা অভিষেক বচ্চনের দলের গতিতে বারবার ভেঙে পড়তে থাকে মুম্বইয়ের রক্ষণ দূর্গ। ৭৪ মিনিটে সেই চাপের সামনে ভুল করে বসেন পোড় খাওয়া ডিফেন্ডার আহমেদ জাহৌ। পেনাল্টি পেয়ে যায় চেন্নাইইন এফসি। স্পট কিক থেকে গোল দিতে ভুল করেননি এসমায়েল গঞ্জালেস।

এরপর দুই দলের আক্রমণ-প্রতি আক্রমণে টানটান হয়ে ওঠে ম্যাচ। একাধিকবার গোলের কাছে পৌঁছে যায় মুম্নই সিটি এফসি ও চেন্নাইইন এফসি। কিন্তু সুযোগ হাতছাড়া হয়। ফলে খেলায় আর গোল হয়নি। ১-১ ফলাফলেই শেষ হয় ম্যাচ। খেলায় ৬০ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে মুম্বই সিটি এফসি। গোলমুখে ১০টি শট নেয় সার্জিও রোবেরার দল। অন্যদিকে দুর্দান্ত লড়াই করা চেন্নাইইন এফসি গোলমুখে ১৩টি শট নেয়।

English summary
ISL 2020-21 : Mumbai City FC and Chennaiyin FC played excellent football in an important match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X