আইএসএলের হাড্ডাহাড্ডি ম্যাচে এগিয়ে থেকেও নর্থইস্টের বিরুদ্ধে চেন্নাইইনের ড্র, ম্যাচের ফলাফল ৩-৩
চেন্নাইইন এফসি ও নর্থইস্ট ইউনাইটেডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে শেষ হল আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ। ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে শেষ মুহুর্তে গোল খেয়ে ড্র নিয়েই মাঠ ছাড়ল অভিনেতা অভিষেক বচ্চনের দল। ১৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানেই অবস্থান করছে চেন্নাইইন এফসি। ১৮ ম্যচে ২৭ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার পঞ্চম স্থানে দাঁড়িয়ে রইল নর্থইস্ট ইউনাইটেড।

ম্যাচের প্রথম মিনিট থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। একে অপরের গোলমুখে আক্রমণের ঝড় বইয়ে দেয় চেন্নাইইন এফসি ও নর্থইস্ট ইউনাইটেড। ম্যাচের ৮ মিনিটের মাথায় প্রথম গোলটি করে চেন্নাই। গোল করেন লালিয়ানজুয়ালা ছাংতে। এক গোলে পিছিয়ে পড়ে আক্রমণে ঝাঁঝ বাড়ায় নর্থইস্ট ইউনাইটেড। ১৪ মিনিটের মাথায় গোল করে দলের হয়ে সমতা ফেরান ইমরান খান।
এরপর দুই দলের মধ্যে আরও তুল্যমূল্য মোকবিলা শুরু হয়। বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ পেয়ে যায় দুই দলই। ৪৩ মিনিটে তেমনই এক সুযোগ থেকে গোল দিয়ে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে ব্যবধান বাড়ান দেশর্ন ব্রাউন। ২-১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে সাজঘরে ফেরে অভিনেতা জন আব্রাহামের দল।
প্রথমার্ধের মতোই দ্বিতীয়ার্ধেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। তবে চেন্নাইইন এফসি-র আক্রমণে ইতিবাচক মনোভাব চোখে পড়ে। চেন্নাইয়ের লাগাতার আক্রমণে ভুল করে বসেন নর্থইস্ট ইউনাইটেডের রক্ষণভাগ। ৫০ মিনিটে পেনাল্টি পেয়ে যায় অভিনেতা অভিষেক বচ্চনের দল। স্পট কিক থেকে গোল দিতে ভুল করেননি ম্যানুয়েল লানজারোটে ব্রুনো।
পিছিয়ে পড়ে ম্যাচে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালায় নর্থইস্ট ইউনাইটেড। কিন্তু প্রতি-আক্রমণে উঠে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন লালিয়ানজুয়ালা ছাংতে। ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকা চেন্নাই শেষ মুহুর্তে ভুল করে ফেলে। পেনাল্টি থেকে গোল দিয়ে নর্থইস্টের হয়ে সমতা ফেরান লুইস মাচাদো।
দুই দলই ম্যাচে ৫০ শতাংশ বলের নিয়ন্ত্রণ রাখে। প্রায় সাড়ে তিনশো পাস খেলে নর্থইস্ট ইউনাইটেড। তিনশোর বেশি পাস খেলে চেন্নাইইন এফসিও। তবে শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ে অভিনেতা অভিষেক বচ্চনের দল।